PHOTOS

Operation Mahadev: রোমহর্ষক! কীভাবে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড মুসাকে খতম করল সেনা

Operation Mahadev: সেনা সূত্রে খবর ওইসব জঙ্গি লস্কর ও জইশের সদস্য। গত ১৪ দিন ধরে তাদের খোঁজা হচ্ছিল। জঙ্গিদের দলে ছিল ৫-৭ জঙ্গি

Advertisement
1/6
অপারেশন মহাদেব
অপারেশন মহাদেব

সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিনই কাশ্মীরে খতম পহেলগাঁও জঙ্গি হানার মাস্টারমাইন্ড ও তার ২ সঙ্গী। 'অপারেশন মহাদেব' নামে ওই ম্যানহান্টে নিহত হয়েছে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাসিম মুসা ওরফে সুলেইমান ও তার দুই সঙ্গী। জম্মু ও কাশ্মীরের লিডাস এলাকায় ওই অপারেশন চালায় চিনার কর্পস।

2/6
যোগাযোগ ব্য়বস্থা ট্যাপ করা হয়
যোগাযোগ ব্য়বস্থা ট্যাপ করা হয়

সূত্রের খবর, সোমবার সকালের দিকে এক জঙ্গির যোগাযোগ ব্যবস্থা ট্যাপ করে সেনা। সকাল সাড়ে এগারোটা নাগাদ তাদের সন্ধানে বেরিয়ে পড়ে ২৪ রাষ্ট্রিয় রাইফেলস ও ৪ প্যারা ফোর্স। তল্লাশিতে বেরিয়ে সেনা ৩ জঙ্গির সন্ধান পায় ও তাদের খতম করে।

 

3/6
জঙ্গি দলে ৫-৭ জন
জঙ্গি দলে ৫-৭ জন

সেনা সূত্রে খবর ওইসব জঙ্গি লস্কর ও জইশের সদস্য। গত ১৪ দিন ধরে তাদের খোঁজা হচ্ছিল। জঙ্গিদের দলে ছিল ৫-৭ জঙ্গি।

4/6
তাঁবুর মধ্যে ঘুমাচ্ছিল জঙ্গিরা
তাঁবুর মধ্যে ঘুমাচ্ছিল জঙ্গিরা

এদিন খুব সকালে ৩ জঙ্গিকে খঁজে বের করে খতম করে সেনা। দাচেগামের ঘন জঙ্গলে তার ছিল একটি তাঁবুর মধ্যে। সাধারণভাবে পালাতে পালাতে সুযোগ পেলেই তাঁবু পেতে ঘুমিয়ে নেয় জঙ্গিরা। তারপর ফের চলতে শুরু করে। 

5/6
প্যারা ফোর্স
প্যারা ফোর্স

সূত্রের খবর এনকাউন্টারের সময় তাঁবুর মধ্যে জঙ্গিরা ঘুমাচ্ছিল। তারা আন্দাজই করতে পারেনি যে সেনা সেখানে পৌঁছে যাবে। এদের পাওয়ার কোনও সুযোগই ছিল না। তবে হঠাত্ই ওই তিন জনের দেখা পেয়ে যায় সেনা। সঙ্গে সঙ্গে গুলি চালায় ৪ প্যারা ফোর্স।

 

6/6
স্যাটেলাইট ফোন
স্যাটেলাইট ফোন

তিন জঙ্গি খতম হওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়। নিহতদের একজন হাসিম মুসা ওরফে আবু সুলেইমান। বাকী দুজন হামজা ও ইয়াসির। এই ম্যান হান্টের পেছনে রয়েছে একটি স্যাটেলাইট ফোন। গত ১১ জুলাই পহেলগাঁওয়ের বৈসারন এলাকায় একটি স্যাটেলাইট ফোনকে চিহ্নিত করে সেনা। তার পরই  ওই ফোনের খোঁজে অপারেশন লঞ্চ করে  সেনা, জম্মু-কাশ্মীর পুলিস ও সিআরপিএফ। তার পরই ওই জঙ্গি দলের উপস্থিতি টের পায় নিরাপত্তা বাহিনী।





Read More