PHOTOS

India Vs Pakistani Rupee: সোনার খনি কি পারবে আর্থিক ধস সামলাতে! ভারতের ১ টাকা মানে পাকিস্তানের কত রুপিয়া জানেন?

Advertisement
1/5
পাকিস্তান
পাকিস্তান

পাকিস্তানে যে সরকারই থাকুন না কেন গত কয়েক বছর ধরে দেশের আর্থিক হাল ফেরাতে ব্যর্থ। চিনের বিশাল ঋণের বোঝা সামলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ইমরান খান। তাঁকেও জেলে পুরেছে পাক সরকার। এখন কঠিন আর্থনৈতিক ডামাডোলের মধ্যে নজর কেড়েছে পাকিস্তানি রুপিয়ার দাম।

 

2/5
ইমরান খান
ইমরান খান

পাক বিশেষজ্ঞরা বলছেন, ইমরান খানের আমলে পাকিস্তানি রুপিয়ার দাম ডলারের তুলনায় অন্তত ৩০ শতাংশ কমেছিল। সেই সরকার আর নেই। ক্ষমতায় এসেছে শাহবাজ শরিফ সরকার। তাতে কোন সোনাটা ফলেছে?

 

3/5
পাক রুপিয়ায় ধস
পাক রুপিয়ায় ধস

পাক আর্থিক বিশেষজ্ঞদের বক্তব্য, অগাস্টে ঢাকায় হাসিনা সরকারের যখন পতন হয়েছিল তখন পাকিস্তানি রুপিয়ার দাম তলানিতে ঠেকেছিল। এই ধস ১৯৭১ সালে পাক-বাংলাদেশে ভাগের সময়ের থেকেও বেশি।

4/5
রুপিয়া বনাম রুপিয়া
রুপিয়া বনাম রুপিয়া

২২ জানুয়ারির হিসেব অনুযায়ী পাকিস্তানের ১ রুপিয়া মানে ভারতের ৩১ পয়সা। অর্থাত্‍ ভারতের ১ টাকা মানে পাকিস্তানের ৩ টাকা ২১ পয়সা।

 

5/5
সোনা
সোনা

শাহাবাজ শরিফ চেষ্টা করছেন দেশকে টেনে তোলার। সম্প্রতি পাকিস্তানে বিপুল সোনা পাওয়া গিয়েছে। খনি থেকে তুলে সেই সোনা বেচেই এখন পাকিস্তানকে সেই আর্থিক পরিস্থিতির সামাল দিতে হবে। কিন্তু যে পরিমাণ ঋণের বোধা তাদের কাঁধে তাতে ওই সোনাও যথেষ্ট নয়।





Read More