PHOTOS

Nuclear Weapons Control In India: ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে? মোদী কি একাই পারেন পাকিস্তানে পারমাণবিক হামলার নির্দেশ দিতে?

Who has control over nuclear weapons in India: ভারত পারমাণবিক শক্তিতে শক্তিধর হওয়ার পাশাপাশি দায়িত্বশীল দেশও। ভারতের অস্ত্রভান্ডারে আছে পরমাণু বোমা বহনে সক্ষম একাধিক ব্যালিস্টিক মিসাইলও।

Advertisement
1/7
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্ত্রাসদমনে জঙ্গিদের বিরুদ্ধে কখন কীভাবে যুদ্ধ? দেশের ৩ সেনাপ্রধানকে সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওদিকে পাকিস্তানও ভারতে পরমাণু হামলার হুমকি দিচ্ছে। 

 

2/7
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?

কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতের মতো কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে। যার পাকিস্তান পালটা হুঁশিয়ারি দিয়েছে, জল বন্ধ যুদ্ধেরই সামিল! এমনকি ভারতে পরমাণু হামলারও হুমকি দিয়েছে পাকিস্তান। 

 

3/7
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?

বিশ্বে মাত্র ৯টি দেশ পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ। আর এখনও পর্যন্ত ইতিহাসে মাত্র একবারই পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল আমেরিকা।

 

4/7
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?

এখন ভারত-পাক যুদ্ধ আবহে প্রশ্ন উঠছে, ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি সেনাবাহিনীর? আর এখানেই জানা যাচ্ছে, ভারতে প্রধানমন্ত্রী পরমাণু হামলার নির্দেশ দিতে পারেন না। 

 

5/7
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?

ভারত পারমাণবিক শক্তিতে শক্তিধর ও দায়িত্বশীল দেশ হওয়ায়, ভারতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য একটি সম্পূর্ণ কাঠামো রয়েছে। একমাত্র নিউক্লিয়ার কমান্ড অথরিটির-ই পারমাণবিক অস্ত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। 

 

6/7
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?

এই নিউক্লিয়ার কমান্ড অথরিটি রাজনৈতিক পরিষদ ও কার্যনির্বাহী পরিষদ নিয়ে গঠিত। দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক পরিষদের সভাপতিত্ব করেন। এই রাজনৈতিক পরিষদ-ই একমাত্র পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন, প্রধানমন্ত্রী এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। 

 

7/7
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?
ভারতে পরমাণু বোমার নিয়ন্ত্রণ কার হাতে?

ওদিকে কার্যনির্বাহী পরিষদের সভাপতিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কার্যনির্বাহী পরিষদকে রাজনৈতিক পরিষদের নির্দেশ অনুসরণ করতে হয়। এই সংগঠিত কাঠামোর কারণেই পারমাণবিক হামলা চালানোর সিদ্ধান্ত ভারতে কোনও প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা কোনও একক ব্যক্তি নিতে পারেন না।





Read More