PHOTOS

Pak Spy Jyoti Malhotra: ল্যাপটপ-মোবাইলে জ্যোতির পাক বন্ধুদের সম্পর্কে বিস্ফোরক তথ্য, তাহলে কি...

Youtuber Joyti Malhotra: দিল্লিতে পাক হাইকমিশনে নিযুক্ত দানিশ ছাড়াও আর ৪ এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল পাকচর জ্যোতি মালহোত্রার

Advertisement
1/8
পাক চর
পাক চর

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। একাধিক পাকিস্তানির সঙ্গে যোগাযোগ, দিল্লিতে পাক হাইকমিশনের লোকজনের সঙ্গে যোগাযোগ, তাদের টাকায় বিদেশযাত্রা, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জ্যোতিকে।

 

2/8
চার পাক চর
চার পাক চর

তদন্তে উঠে এসেছে একজন নয়, চার-চারজন পাক এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! দিল্লিতে পাক হাইকমিশনে নিযুক্ত দানিশ ছাড়াও আর ৪ এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল পাকচর জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra)।

3/8
এজেন্ট জেনেও যোগাযোগ
এজেন্ট জেনেও যোগাযোগ

তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে আরও চাঞ্চল্য়কর তথ্য। তদন্তে উঠে এসেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এজেন্ট জেনেও চার জনের যোগাযোগ রাখত জ্যোতি।

4/8
ফরেন্সিক পরীক্ষা
ফরেন্সিক পরীক্ষা

জ্য়োতির ল্যাপটপ ও মোবাইলের ফরেন্সিক পরীক্ষা করে জানা গিয়েছে পাক দুতাবাসের কর্মী দানিশ ছাড়াও যে চারজনের সঙ্গে জ্যোতি যোগাযোগ রেখে চলত তারা আইএসআইয়ের এজেন্ট। তার পরেও জ্য়োতি তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলত।

 

5/8
১২ টিবি ডেটা ওড়ানো হয়েছে
১২ টিবি ডেটা ওড়ানো হয়েছে

পুলিস জ্যোতি মালহোত্রার ল্য়াপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করেছিল। সেইসব গেজেট থেকে উড়িয়ে দেওয়া ১২ টিবি ডেটা উদ্ধার করা হয়েছে।

6/8
পাক দূতাবাস
পাক দূতাবাস

পাক দূতাবাসের কর্মী দানিশ ছাড়াও আরও অনেকের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির।  এদের নাম আহসান ও শহিদ। আরও একজনের নাম এখনও জানা যায়নি। পাকিস্তানের গোয়েন্দা মহলে এই আহসান, শহিদদের ভূমিকা কী, তাও যাচাই করার চেষ্টা করছেন ভারতীয় গোয়েন্দারা।

 

7/8
বিলাসবহুল জীবন
বিলাসবহুল জীবন

জ্য়োতির  বিলাসবহুল জীবনযাপনই টনক নড়ায় গোয়েন্দাদের। এত টাকা আসে কোথা থেকে। পরে তদন্তে উঠে আসে জ্যোতির আসের সঙ্গে তার খরচের বিস্তর ফারাক রয়েছে। ফলে মনে করা হচ্ছে কেউ তার পেছনে ওই টাকা খরচ করত।

8/8
জ্যোতির বন্দুকধারী গার্ড
জ্যোতির বন্দুকধারী গার্ড

স্কটিস ইউটিউবার কালাম মিলের ভিডিয়োয় দেখা গিয়েছে লাহোরের আনরাকলি বাজারে ঘুরে বেড়াচ্ছে জ্যোতি মালহোত্রা। তাকে ঘিরে রয়েছে ৬ অস্ত্রধারী। ফলে মনে করা হচ্ছে জ্যোতিকে পাক পুলিসের তরফে নিরাপত্তা দেওয়া হত। ফলে প্রশ্ন ওঠে জ্যোতিকে এত খাতির করা হত কেন?





Read More