Koel Mallick Reaction on Bohurupi: 'বহুরূপী' দেখে মুগ্ধ কোয়েল মল্লিক ও তার পরিবার। আনন্দের সঙ্গে জানালেন যে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোয় মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বহুরূপী’। বড় পর্দায় শুভমুক্তির প্রথমদিন থেকেই এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি।
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়কে। বাস্তবের এক ব্যাঙ্ক ডাকাতের গল্পকে তুলে ধরা হয়েছে ছবিতে। সঙ্গে দারুণ ভাবে তুলে ধরা হয়েছে বহুরূপীদের কথাও।
ভালবাসা, প্রতিশোধ ও তীব্র শত্রুতা মিলেমিশে 'বহুরূপী'তে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের অভিনয় সবাইকে চমকে দিয়েছেন। বাংলা গল্পের ঐতিহ্যে আধুনিক প্রযুক্তি মিশে এক নতুন অভিজ্ঞতা হয়েছে দর্শকদের।
বহুরূপী দেখতে উইন্ডোজের অফিসে আমন্ত্রণ জানানো হয় কোয়েল মল্লিক ও তাঁর পরিবারকে। কোয়েল মল্লিক অভিনন্দন জানান 'বহুরূপী' টিমকে, সঙ্গে ধন্যবাদ জানান এমন সুন্দর ছবি বানানোর জন্য, যা 'বাঙালিয়ানায় ভরপুর, দারুণ এক ছবি। এই সিনেমার জন্য অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারলাম।' যারা এখন দেখেননি তাঁদের দেখার অনুরোধও করলেন।
View this post on Instagramরঞ্জিত মল্লিক 'বহুরূপী' দেখে মুগ্ধ হয়ে জানান 'একটা ছবির মধ্যে যা যা দিক থাকে স্ক্রিপ্টিং, সাসপেন্স,ডায়লগ, পারফরমেন্স, স্টোরি ইত্যাদি সমস্ত ব্যাপার গুলো নিয়ে অসাধারণ'।