PHOTOS

Kolkata airport on alert: 'জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত', কলকাতা এয়ারপোর্টে সতর্কতা! ২৪ ঘণ্টায় বাতিল ১২ ফ্লাইট...

India Pakistan War: ভারত পাক যুদ্ধের আবহে ভারতের সাতটি রাজ্যের ১৮টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাঁদের বিমানের অবস্থা যাচাই করার জন্য অনুরোধ ।

Advertisement
1/8
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলার পর ভারতের সাতটি রাজ্যের ১৮টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

2/8
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!

কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাঁদের বিমানের অবস্থা যাচাই করার জন্য অনুরোধ করছে।

3/8
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!

বুধবার কলকাতা বিমানবন্দরে ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে ছয়টি কলকাতা থেকে ছাড়ার কথা ছিল এবং ছয়টি আসার কথা ছিল। 

4/8
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!

ক্যানসেল ফ্লাইটগুলির মধ্যে রয়েছে গাজিয়াবাদ থেকে IX 1522, ঢাকা থেকে BS 0202, চট্টগ্রাম থেকে BS 0208, চণ্ডীগড় থেকে 6E 0874 এবং শ্রীনগর থেকে IX 2509।

5/8
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!

কলকাতা বিমানবন্দরের পরিচালক ডঃ প্রভাত রঞ্জন বেউরিয়া জানিয়েছেন, "বিমান বাতিল করা হয়েছে। আমরা গতকাল (বুধবার) একটি মক ড্রিল করেছি। আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত" ।

6/8
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!

ট্র্যাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (TAFI) একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। 

 

7/8
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!

বিবৃতিতে দেশজুড়ে অস্থায়ী বিমানবন্দর বন্ধের কারণে ফ্লাইটের সময়সূচী ব্যাহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

8/8
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!
কলকাতা বিমানবন্দরে সতর্কতা!

যাত্রীদের সরকারী চ্যানেলের মাধ্যমে অবহিত থাকার এবং ভ্রমণের পরিকল্পনা বা পদক্ষেপ নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।





Read More