Kolkata Bus Accident: পুরনো বাসে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে অভিযোগ। নড়েবড়ে বেহাল অবস্থা ছিল বাসটির।
অয়ন ঘোষাল: মৌলালি মোড়ে বাস দুর্ঘটনা। সকাল সাড়ে ৯ টা নাগাদ ২৪এ/ওয়ান রুটের বাস শিয়ালদহ ফ্লাইওভার থেকে মৌলালি হয়ে ধর্মতলা যাচ্ছিল।
সেইসময় এস এন ব্যানার্জি রোডের দিকে বাঁক নেওয়ার সময়ই বিপত্তি ঘটে। মোড় ঘোরার সময় বাসের মাঝের দরজার ছিটকিনি খুলে যায়।
পুরো গেট খুলে রাস্তার উপর গিয়ে পড়ে। গেটে কয়েকজন যাত্রী হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁরাও ছিটকে রাস্তায় গিয়ে পড়েন।
৫ জন যাত্রী রাস্তায় পড়ে যান। এরমধ্যে ১ জন গুরুতর আহত। তাঁকে এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীদের অভিযোগ, বাসটি অনেক পুরনো। ঠিকমতো রক্ষণাবেক্ষণ নেই। রক্ষণাবেক্ষণের অভাবে গেট দুর্বল হয়ে গিয়েছিল।
তাই যাত্রী চাপ সামলাতে পারেনি। দুর্ঘটনার জেরে বাসের চালক ও খালাসিকে আটক করেছে এন্টালি থানার পুলিস।