PHOTOS

Bus Accident: মৌলালি মোড়ে ভয়াবহ দুর্ঘটনা! বাসের দরজা খুলে রাস্তায় ছিটকে পড়লেন যাত্রীরা...

Kolkata Bus Accident: পুরনো বাসে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে অভিযোগ। নড়েবড়ে বেহাল অবস্থা ছিল বাসটির।

Advertisement
1/6
কলকাতা বাস দুর্ঘটনা
কলকাতা বাস দুর্ঘটনা

অয়ন ঘোষাল: মৌলালি মোড়ে বাস দুর্ঘটনা। সকাল সাড়ে ৯ টা নাগাদ ২৪এ/ওয়ান রুটের বাস শিয়ালদহ ফ্লাইওভার থেকে মৌলালি হয়ে ধর্মতলা যাচ্ছিল। 

 

2/6
কলকাতা বাস দুর্ঘটনা
কলকাতা বাস দুর্ঘটনা

সেইসময় এস এন ব্যানার্জি রোডের দিকে বাঁক নেওয়ার সময়ই বিপত্তি ঘটে। মোড় ঘোরার সময় বাসের মাঝের দরজার ছিটকিনি খুলে যায়। 

 

3/6
কলকাতা বাস দুর্ঘটনা
কলকাতা বাস দুর্ঘটনা

পুরো গেট খুলে রাস্তার উপর গিয়ে পড়ে। গেটে কয়েকজন যাত্রী হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁরাও ছিটকে রাস্তায় গিয়ে পড়েন। 

 

4/6
কলকাতা বাস দুর্ঘটনা
কলকাতা বাস দুর্ঘটনা

৫ জন যাত্রী রাস্তায় পড়ে যান। এরমধ্যে ১ জন গুরুতর আহত। তাঁকে এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

5/6
কলকাতা বাস দুর্ঘটনা
কলকাতা বাস দুর্ঘটনা

যাত্রীদের অভিযোগ, বাসটি অনেক পুরনো। ঠিকমতো রক্ষণাবেক্ষণ নেই। রক্ষণাবেক্ষণের অভাবে গেট দুর্বল হয়ে গিয়েছিল। 

6/6
কলকাতা বাস দুর্ঘটনা
কলকাতা বাস দুর্ঘটনা

তাই যাত্রী চাপ সামলাতে পারেনি। দুর্ঘটনার জেরে বাসের চালক ও খালাসিকে আটক করেছে এন্টালি থানার পুলিস।





Read More