Metro Service: হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ কোনও রুটেই চলবে না মেট্রো।
অয়ন ঘোষাল: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ও তার পরের ৯ মার্চে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ কোনও রুটেই চলবে না মেট্রো। চলতি সপ্তাহের শেষে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা।
মেট্রো সূত্রে খবর, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ যুক্ত করে যাতে পরিষেবা দ্রুত শুরু করা যায়, তার জন্য যাবতীয় সিগনালিং প্রক্রিয়া অডিট করা হবে এই আড়াই দিনে।
এর আগে ফেব্রুয়ারি মাসেও ১৩-১৬ ফেব্রুয়ারি এবং ২০-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পরপর দু’দফায় বন্ধ ছিল গ্রিন লাইনের পরিষেবা। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিস্টেমের কাজের জন্যই এই বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
১০ মার্চ, সোমবার: সল্টলেক সেক্টর ৫ → শিয়ালদা: প্রথম মেট্রো সকাল ৮:০৫-এ (সাধারণত ৭:০৫) শিয়ালদা → সল্টলেক সেক্টর ৫: প্রথম মেট্রো সকাল ৮:১৫-তে (সাধারণত ৬:৫৫) এসপ্ল্যানেড → হাওড়া ময়দান: প্রথম মেট্রো সকাল ৮:০০-টায় (সাধারণত ৭:০০) তবে ব্লু লাইন (দমদম-গড়িয়া রুট) যথারীতি চালু থাকবে।
আড়াই দিন ধরে বউবাজার এলাকার খুঁটিনাটি পরীক্ষা করা হবে। আর সেই কারণে বন্ধ করে রাখা হবে পরিষেবা।
তবে মেট্রো কর্তৃপক্ষ বলছে, আগামী দিনে যাতে কোনও সমস্যায় না পড়তে হয় সাধারণ মানুষকে, তাই এই সিগনালিং-এর কাজ।