PHOTOS

Fire In Kolkata: বীভত্‍স! ঝলসে মৃত ১৫! যতুগৃহ কলকাতায় শেষ ছ'মাসে ১৩ আগুন...

Fire in Kolkata: ঐতিহাসিক বিভিন্ন অগ্নিকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো: মেছুয়াবাজারের হোটেলে আগুন, স্টান্ড রোডে অগ্নিকাণ্ড, স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ড এবং সম্প্রতি বড়বাজারে অগ্নিকাণ্ড।

Advertisement
1/14
লর্ডস বেকারি মোড়ে সন্ধ্যা বাজারে আগুন
লর্ডস বেকারি মোড়ে সন্ধ্যা বাজারে আগুন

যাদবপুর থানা এলাকার লর্ডস বেকারি মোড়ে, সন্ধ্যা বাজারে আগুন।  একের পর এক দোকান ও গ্যারেজ পুড়ে ছারখার হয়ে যায়।

2/14
কাঠের গোডাউনে বিদ্ধংসী আগুন
কাঠের গোডাউনে বিদ্ধংসী আগুন

নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে, গভীর রাতে কাঠের গোডাউনে বিদ্ধংসী আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয় ১৭ টিরও বেশি পরিবার। ঘটনাস্থলে যায় দমকলের ২০ টিরো বেশি ইঞ্জিন।

 

3/14
কাকুলিয়া রোডের বস্তিতে বিদ্ধংসী আগুন
 কাকুলিয়া রোডের বস্তিতে বিদ্ধংসী আগুন

গড়িয়াহাট থানা এলাকার কাকুলিয়া রোডের বস্তিতে বিদ্ধংসী আগুন। ৭টি টালির ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন।

4/14
তপসিয়ার মজদুর পাড়ার বস্তিতে আগুন
তপসিয়ার মজদুর পাড়ার বস্তিতে আগুন

তিলজলা থানা এলাকার তপসিয়ার মজদুর পাড়ার বস্তিতে আগুন। আগুনে পুড়ে যায় শতাধিক ঝুপড়ি। ঘটনাস্থলে আসে দমকলের ১৮টি ইঞ্জিন।

5/14
নিউ আলিপুর বস্তিতে আগুন
নিউ আলিপুর বস্তিতে আগুন

বিপি পোদ্দার হাসপাতালের কাছে দুর্গাপুর ব্রিজের নিচে নিউ আলিপুর বস্তিতে আগুন। শতাধিক ঝুপড়ি পুড়ে যায়। ঘটনাস্থলে আসে দমকলের ১৬টি ইঞ্জিন।

6/14
পার্ক সার্কাস স্টেশনের কাছে রাবার ফ্যাক্টরি আগুন
পার্ক সার্কাস স্টেশনের কাছে রাবার ফ্যাক্টরি আগুন

বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডে, পার্ক সার্কাস স্টেশনের কাছে রাবার ফ্যাক্টরি তে আগুন।  ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। পুড়ে ছারখার হয়ে যায় কারখানাটি।

 

7/14
নারকেলডাঙা থানা এলাকার ক্যানেল ওয়েস্ট রোডের বস্তিতে আগুন
নারকেলডাঙা থানা এলাকার ক্যানেল ওয়েস্ট রোডের বস্তিতে আগুন

নারকেলডাঙা থানা এলাকার ক্যানেল ওয়েস্ট রোডের বস্তিতে আগুন। ঘটনায় হাবিবুল্লা মোল্লা নামে ৬২বছর বয়সী এক ব্যাক্তির মৃত্যু। নাজাট থানা এলাকার পাথরঘাটা রাজবাড়ি এলাকার বাসিন্দা।  একাধিক ঝুপড়ি পুড়ে যায়। ১৬টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

8/14
তারাতলা থানা এলাকার কেপিটি কলোনি
তারাতলা থানা এলাকার কেপিটি কলোনি

তারাতলা থানা এলাকার সিপিটি কলোনির বস্তিতে আগুন লাগে। ২০ থেকে ২৫টি ঝুপড়ি ঘর পুড়ে ভস্যিভূত হয়ে যায়। ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন, এছাড়া পোর্ট ট্রাস্টের আসে দুটি ইঞ্জিন। ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

9/14
শিয়ালদা ব্রিজের তলায় আগুন
শিয়ালদা ব্রিজের তলায় আগুন

এন্টালি থানা এলাকার শিয়ালদা ব্রিজের তলায় আগুন লাগে। ২০টিরো বেশি দোকান পুড়ে যায়। ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন। ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

10/14
আরুপোতায় একটি গ্যারেজে
 আরুপোতায় একটি গ্যারেজে

প্রগতি ময়দান থানা এলাকার ধাপার কাছে আরুপোতায় একটি গ্যারেজে আগুন লাগে। প্রায় ৮টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। প্রায় পৌনে দুঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

11/14
শরৎ বোস রোডে ডেকোরেটার্স এর গোডাউনে আগুন
শরৎ বোস রোডে ডেকোরেটার্স এর গোডাউনে আগুন

রবীন্দ্র সরোবর থানা এলাকার শরৎ বোস রোডে গভীর রাতে একটি ডেকোরেটার্স এর গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। ৫ঘন্টা ৩৫মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

12/14
জোড়াবাগান থানা এলাকার পাথুরিয়াঘাটা স্ট্রিট
জোড়াবাগান থানা এলাকার পাথুরিয়াঘাটা স্ট্রিট

জোড়াবাগান থানা এলাকার পাথুরিয়াঘাটা স্ট্রিটে একটি কাপড়ের গুদামে আগুন লেগে গিয়ে, কিষান লাল উপাধ্যায় (৫৮) ও সুনীল কুমার শর্মা (৪৮) নামে দুজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও দুজন। ১৫টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

13/14
প্রগতি ময়দান থানা এলাকার ধাপার দুর্গাপুরে আগুন
প্রগতি ময়দান থানা এলাকার ধাপার দুর্গাপুরে আগুন

প্রগতি ময়দান থানা এলাকার ধাপার দুর্গাপুরে আগুন লাগে। একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে আগুন ধরে যায় একটি টায়ারের কারখানায়, সেখান থেকে আগুন ধরে যায় প্লাস্টিক গুদামে। কারখানায় থাকা মাল ভর্তি একটি ট্রেলার সম্পূন্য ভস্যিভূত হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের ১৫টি ইঞ্জিন তিনঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে....

14/14
ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুন
ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুন

২৯ এপ্রিল কলকাতার বড়বাজার এলাকায় বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টির ৬ নম্বর মদনমোহন বর্মন স্ট্রিটের এই ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু বহু মানুষের । শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। পুলিশ সূত্রের খবর ১৩ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম আটকে আর ১ জন প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে।  প্রবল ধোঁয়ার জেরে দমবন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা





Read More