Kolkata Child Deadbody Recover In Bucket: এই ঘটনায় জোর চাঞ্চল্য এলাকায়। কাগজ কুড়ানিরা দেখে আঁতকে ওঠেন! বাইকে করে আসা যুবক-যুবতী কে? তদন্তে পুলিস।
রণয় তেওয়ারি: বালতির মধ্যে শিশুর দেহ! ঘটনার তদন্তে তপসিয়া থানার পুলিশ। জনবহুল এলাকা। এলাকার একটা ধারে নোংরা আবর্জনার স্তূপ। সেখানেই পরে একটি বালতি। আর সেই বালতির মধ্যেই শিশুর দেহ! এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কাগজ কুড়ানিরা-ই দেখেন যে বালতির মধ্যে এক শিশুর দেহ পড়ে রয়েছে। বিষয়টি চাউর হতেই ভিড় জমে যায় এলাকায়। খবর যায় তপসিয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। দেহটি উদ্ধার করে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপসিয়া থানা এলাকায় রায় চরণ পাল লেনের ঘটনা। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। নোংরা আবর্জনার স্তূপ, বলতে গেলে ভাগাড়, সেখানেই বালতিটি দেখতে পাওয়া যায়।
পুলিস ও স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বাইকে করে আসেন এক যুবক। বাইকের পিছনের সিটে ছিলেন এক তরুণী। তাঁরাই ওই বালতিটি-কে নোংরা আবর্জনার স্তূপে ফেলে রেখে চলে যান।
যারা কাগজ কুড়ানি ছিলেন তাঁদের নজরে আসে বিষয়টি। বালতি খুলতেই তাঁরা দেখেন, ভিতরে একটি শিশুর দেহ রয়েছে। এদৃশ্য দেখে আঁতকে ওঠেন ওই কাগজ কুড়ানিরা।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
কে বা কারা ওই শিশুর দেহটি এখানে ফেলে দিয়ে গেল? বাইকে করে আসা ওই যুবক ও যুবতী কে? মৃত শিশুর সঙ্গে তাঁদের সম্পর্ক-ই বা কী? সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।