PHOTOS

Kolkata Incident: হাড়হিম তপসিয়া! ভাগাড়ের বালতির ঢাকনা খুলতেই, সদ্যোজাতের...বাইকে করে এসে ফেলে যুবক-যুবতী!

Kolkata Child Deadbody Recover In Bucket: এই ঘটনায় জোর চাঞ্চল্য এলাকায়। কাগজ কুড়ানিরা দেখে আঁতকে ওঠেন! বাইকে করে আসা যুবক-যুবতী কে? তদন্তে পুলিস।

Advertisement
1/7
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!

রণয় তেওয়ারি: বালতির মধ্যে শিশুর দেহ! ঘটনার তদন্তে তপসিয়া থানার পুলিশ। জনবহুল এলাকা। এলাকার একটা ধারে নোংরা আবর্জনার স্তূপ। সেখানেই পরে একটি বালতি। আর সেই বালতির মধ্যেই শিশুর দেহ! এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

2/7
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!

কাগজ কুড়ানিরা-ই দেখেন যে বালতির মধ্যে এক শিশুর দেহ পড়ে রয়েছে। বিষয়টি চাউর হতেই ভিড় জমে যায় এলাকায়। খবর যায় তপসিয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। দেহটি উদ্ধার করে। 

3/7
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপসিয়া থানা এলাকায় রায় চরণ পাল লেনের ঘটনা। বৃহস্পতিবার দুপুরের ঘটনা। নোংরা আবর্জনার স্তূপ, বলতে গেলে ভাগাড়, সেখানেই বালতিটি দেখতে পাওয়া যায়।

4/7
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!

পুলিস ও স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বাইকে করে আসেন এক যুবক। বাইকের পিছনের সিটে ছিলেন এক তরুণী। তাঁরাই ওই বালতিটি-কে নোংরা আবর্জনার স্তূপে ফেলে রেখে চলে যান। 

5/7
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!

যারা কাগজ কুড়ানি ছিলেন তাঁদের নজরে আসে বিষয়টি। বালতি খুলতেই তাঁরা দেখেন, ভিতরে একটি শিশুর দেহ রয়েছে। এদৃশ্য দেখে আঁতকে ওঠেন ওই কাগজ কুড়ানিরা।

6/7
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

7/7
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!
ভাগাড়ে বালতিতে উদ্ধার সদ্যোজাতের দেহ!

কে বা কারা ওই শিশুর দেহটি এখানে ফেলে দিয়ে গেল? বাইকে করে আসা ওই যুবক ও যুবতী কে? মৃত শিশুর সঙ্গে তাঁদের সম্পর্ক-ই বা কী? সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।





Read More