PHOTOS

Maa Flyover: ১ মাস বন্ধ থাকবে মা উড়ালপুল! ভোগান্তি রুখতে বিকল্প পথ জেনে নিন...

MAA Flyover closed: বাইপাসের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মা উড়ালপুল। তাই ফ্লাইওভার বন্ধ থাকায় ইএম বাইপাস থেকে কলকাতার বিকল্প রাস্তায় কীভাবে আসা যাবে? 

Advertisement
1/6
বন্ধ থাকবে মা উড়ালপুল
 বন্ধ থাকবে মা উড়ালপুল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতাবাসীদের জন্য বিরাট সমস্য়া। ১ মাস বন্ধ থাকতে চলেছে মা উড়ালপুল। সোমবার থেকে একমাসের জন্য রোজ রাতে ৭ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে মা উড়ালপুলে।

2/6
বন্ধ থাকবে মা উড়ালপুল
 বন্ধ থাকবে মা উড়ালপুল

মা উড়ালপুলে পার্ক সার্কাস টু বাইপাসের দিকে কেএমডিএ-এর তরফে সংস্কারমূলক কাজ করা হবে। যে গাড়িগুলি মা উড়ালপুল ধরে বাইপাসের দিকে যাবে তাদের পার্ক সার্কাস থেকে সুরাবর্দি রোড, দরগা রোড, চার নম্বর ব্রিজ হয়ে যেতে পারবে। 

3/6
বন্ধ থাকবে মা উড়ালপুল
 বন্ধ থাকবে মা উড়ালপুল

এই সিদ্ধান্তের ফলে ইএম বাইপাস থেকে যে গাড়িগুলি মা উড়ালপুল দিয়ে শহরের পশ্চিম দিকে চলাচল করত, সেই গাড়িগুলির জন্য বিকল্প রাস্তাও দেওয়া হয়েছে। ওই গাড়িগুলি ইএম বাইপাস, পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার হয়ে যাবে। 

4/6
বন্ধ থাকবে মা উড়ালপুল
 বন্ধ থাকবে মা উড়ালপুল

সোমবার ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে বন্ধ থাকবে এই উড়ালপুল। ওই একমাস রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত মা উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকবে। 

5/6
বন্ধ থাকবে মা উড়ালপুল
 বন্ধ থাকবে মা উড়ালপুল
6/6
বন্ধ থাকবে মা উড়ালপুল
 বন্ধ থাকবে মা উড়ালপুল

মেরামতির কাজের জন্য মা উড়ালপুল কিছুক্ষণ বন্ধ থাকলেই সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। চলতি বছরে কিছুদিন আগেই সংস্কারের কাজের জন্য নির্দিষ্ট সময়ে বন্ধ রাখা হয়েছিল মা উড়ালপুল। 





Read More