Cyclone Shakti: বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হতে চলেছে আগামীকাল। এমনিতেই বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা শহরেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তার আগেই যথেষ্ট বৃষ্টি পেল কলকাতা।
অয়ন ঘোষাল: প্রাক বর্ষায় সন্তোষজনক বৃষ্টি প্রাপ্তি কলকাতার। মূল বর্ষায় কলকাতা সাধারণত দৈনিক গড়ে ৫০ মিলিমিটার বৃষ্টি পায়। বর্ষার ঘাটতির বছরগুলোতে এই পরিমান কমে গড়ে দৈনিক ৪৫ মিলিমিটার হয়ে থাকে।
ফি বছর প্রাক বর্ষায় মোটামুটি ১৫ থেকে ২৫ মিলিমিটার দৈনিক বৃষ্টি কলকাতায় স্বাভাবিক। তবে গত ৫ দিনে কলকাতা (আলিপুর) এই কপি লেখা পর্যন্ত ৮৪ মিলিমিটার বৃষ্টি পেল।
বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হতে চলেছে আগামীকাল। এমনিতেই বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা শহরেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তার আগেই যথেষ্ট বৃষ্টি পেল কলকাতা।
গত বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে ৩৯ মিলিমিটার। শুক্র শনি রবি মিলিয়ে ৮ মিলিমিটার। তবে সোমবার এখনও পর্যন্ত ৩৭ মিলিমিটার। গত ৫ দিনে বৃষ্টির পরিমাণ মোট ৮৪ মিলিমিটার।
দিনের বিভিন্ন সময়ে পাসিং শাওয়ার বা চলমান মেঘ থেকে কলকাতা যে প্রাক বর্ষার বৃষ্টি পাচ্ছে তাতে মেঘের ঘনত্ব অনেক বেশি।
সৌজন্যে বঙ্গোপসাগর এলাকায় আগাম বর্ষার প্রভাব এবং মৌসুমী বায়ুর আগাম সক্রিয়তা।
দক্ষিণবঙ্গের নানা জেলায় অন্যান্যবারের থেকে এবারের পাসিং ক্লাইড অনেক বেশি ময়েশ্চার বা জলীয় বাষ্প সংগ্রহ করে বৃষ্টি নামাতে সক্ষম হচ্ছে।