Kolkata Yellow Taxi Reintroduced: ১৫ বছরের বেশি পুরনো ট্যাক্সিকে সরকারের তরফে রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করা হয়েছিল। উদ্বেগে পড়ে গিয়েছিলেন ট্যাক্সি চালকরা। শুধু চালকেরাই নন, শহরবাসীও। কলকাতার এই অন্যতম পরিবহণ সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কায় কপালে ভাঁজ নাগরিকদের।
পরিবেশ রক্ষার লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে ১৫ বছরের বেশি পুরনো বেশ কয়েক হাজার ট্যাক্সিকে সরকারের তরফে রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করা হয়েছিল। ফলে, উদ্বেগে পড়ে গিয়েছিলেন ট্যাক্সি চালকরা। কলকাতার এই সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার শঙ্কায় কপালে ভাঁজ পড়েছিল নাগরিকদের একাংশেরও।
না, সেটা হয়তো ঘটছে না। শহরবাসীর মুখে হাসি ফোটাতে রাস্তায় থাকছে হলুদ ট্যাক্সি। তবে এবার সম্পূর্ণ নতুন রূপে শহরে প্রবেশ করতে চলেছে কলকাতার এই ট্রান্সপোর্ট আইকন। এবার শহরে আসতে চলেছে ইকো-ফ্রেন্ডলি সিএনজি ট্যাক্সি।
এই সিএনজি ট্যাক্সিগুলিকে সম্পূর্ণভাবে ক্লাসিক হলুদ রঙে রাঙিয়ে তোলা হয়েছে। থাকছে নীল রঙের বর্ডারও। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫০টি এই রকম সিএনজি ট্যাক্সি কলকাতার রাস্তায় দেখতে পাওয়া যাবে।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে রাজ্য সরকার এবং এই পরিষেবার অপারেটরের মধ্যে একটি মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই পদক্ষেপের মূল লক্ষ্য, শহরের রাস্তা থেকে হলুদ ট্যাক্সির বিলুপ্ত হয়ে যাওয়াটাকে প্রতিরোধ করা। পাশাপাশি কলকাতার যাত্রীদের প্রত্যাশা এবং চাহিদার কথা মাথায় রেখে এই পরিষেবায় সমস্ত আধুনিক সুযোগ-সুবিধাও প্রদান করা হবে বলে জানা গিয়েছে।
সংশ্লিষ্ট সংস্থাটি জানিয়েছে, শীঘ্রই কলকাতার রাস্তায় প্রায় ১৫০টি ইকো-ফ্রেন্ডলি ট্যাক্সি পরিষেবা দিতে শুরু করবে। রাজ্য সরকারের 'যাত্রী সাথি' (Yatri Sathi) অ্যাপ থেকেই এই ট্যাক্সিগুলি 'বুক' করা যাবে। আগামী দিনে ধারাবাহিকভাবে এই পরিষেবায় আরও যান যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।