PHOTOS

Manish Malhotra-র নতুন ব্রাইডাল কালেকশন, কনের সাজে নজরকাড়া Kriti Sanon

Advertisement
1/6
মিমি কৃতি
মিমি কৃতি

নিজস্ব প্রতিবেদন- সম্প্রতি মিমি ছবিতে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেত্রী কৃতি স্যানন। অভিনয়ের পাশাপাশি এই ছবিতে তাঁর এথনিক লুকও নজর কেড়েছে দর্শকের। 

2/6
'নুরানিয়ত'
'নুরানিয়ত'

এবার সেই এথনিক লুকেই ধরা দিলেন নতুন ফটোশ্যুটে। মণীশ মালহোত্রার নতুন ব্রাইডাল কালেকশন নুরানিয়ত। সেই কালেকশনের নতুন মুখ কৃতি। 

3/6
কনের সাজে
কনের সাজে

ব্রাইডাল লুকের এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। বোঝাই যাচ্ছে এই লেহেঙ্গা বেশ মনে ধরেছে অভিনেত্রীর। 

4/6
লাল লেহেঙ্গা
লাল লেহেঙ্গা

বিয়ের দিন সাধারনত লাল রঙের পোশাকই পছন্দ করেন কনেরা। তাই ব্রাইডাল কালেকশনে লাল রঙেরই আধিপত্য বেশি। কৃতির লাল রঙের লেহেঙ্গা পুরোটাই গোল্ডেন সুতো আর জড়ি দিয়ে কাজ করা। 

5/6
নববধূ কৃতি
নববধূ কৃতি

লেহেঙ্গার পাশাপাশি কৃতির দোপাট্টাটিও নজর কাড়া। লাল নেটের উপর গোল্ডেন জারদৌসী কাজ। 

6/6
কৃতির পছন্দের ছবি
কৃতির পছন্দের ছবি

এই ছবিটি পোস্ট করে কৃতি লিখেছেন, পুরো ফটোশ্যুটে এটাই কৃতির সবচেয়ে পছন্দের ছবি। 





Read More