সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসতে শুরু করেছে। এমনকী লাগাতার স্বজনপোষণের অভিযোগে সলমন খানের বিরুদ্ধেও ফুঁসে ওঠেন সুশান্তের অনুরাগীরা। তার জেরেই বিহারে সলমনের বিয়িং হিউম্যানের স্টোরে ভাঙচুর চালানো হয়। এমনকী, সলমন শো বিগ বস ১৪-ও এবার বয়কট করা হবে বলে অনেকে হুমকি দিতে শুরু করেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেই রেশ কাটতে না কাটতেই এবার সলমন, অক্ষয়দের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ
মঙ্গলবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি টুইট করে অভিনেতা কামাল আর খান। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে যদি কিছু ঘটে যায়, তাহলে তাঁর জন্য দায়ি থাকবেন সলমন খান, অক্ষয় কুমার, সাজিদ নাদিয়াদওয়ালা, আদিত্য চোপড়া এবং করণ জোহর
শুধু তাই নয়, কামাল আর খান আরও অভিযোগ করেন, তাঁকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। নিজের টুইটে সলমন, অক্ষয়, করণ জোহর, আদিত্য চোপড়াদের পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি ভবনকেও ট্যাগ করেন কামাল আর খান
কামাল আর খান আচমকা কেন ওই ধরনের অভিযোগ করলেন সলমন খান, অক্ষয় কুমার, করণ জোহরদের বিরুদ্ধে, তা এখনও জানা যায়নি। কেআরকে টুইট প্রকাশ্যে আসার পর থেকে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে।
If life makes you a hero, be a real one like @kamaalrkhan not the reel one like @akshaykumar
— SR (@PersevereWeMust) October 13, 2020
প্রসঙ্গত কেআরকে-র ওই টুইট প্রকাশ্যে আসার পর তাঁকে পালটা উত্তর দেন কঙ্গনা রানাউত। জীবনে কখনও অক্ষয় কুমারের মতো রিল হিরো নয়, আসল হিরো হতে শিখুন বলে কামাল আর খানকে পরামর্শ দেন বলিউড কুইন।