Lachung Bridge Collapes: আচমকাই ধস লাচুং ব্রিজে। গত বছরই বর্ষাকালে ব্রিজটি মেরামত করে গত মাসেই পুনরায় চালু করা হয়েছিল।
কায়েস আনসারি: ভয়ঙ্কর দুর্ঘটনা লাচুং ব্রিজে। আচমকাই নামে ধস। লাচুং এবং কাতাউ (উত্তর সিকিম) কে সংযোগকারী প্রধান এই সেতু।
ব্রিজটি হুড়মুড়িয়ে ধসে পড়ার সময় সেখান দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। সৌভাগ্যবশত, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, গত বছর বর্ষাকালে ঘেটো রং করার কারণে ব্রিজটি মেরামতের কাজ চলছিল। গত মাসেই এটি পুনরায় চালু করা হয়।
এই অঞ্চলটি (উত্তর সিকিম) সম্পূর্ণরূপে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন কারণ এটি ভারত ও চিনের বোর্ডার এলাকা।
পর্যটকদের এখানে আসার জন্য আর্মি এবং সিকিম সরকারের থেকে অনুমতি নিয়ে এই ব্রিজটি পার করতে হয়।