PHOTOS

Lakshmi in Sawan Month 2025: শ্রাবণে কী করলে মা লক্ষ্মী তাঁর অশেষ কৃপায় ভরিয়ে দেবেন? জেনে নিন শুক্রবারের বিশেষ যোগের কথা...

Sawan Shukrawar Vrat 2025: শ্রাবণে প্রত্যেকটি দিনই খুব বিশেষ। প্রতিটিবারই খুব স্পেশাল। সেরকমই শুক্রবারেও থাকে শাওন মাসের সেলিব্রেশন। আগামীকাল তৈরি হচ্ছে এক বিশেষ যোগও। কী যোগ জানেন?

Advertisement
1/7
সিদ্ধি যোগ
সিদ্ধি যোগ

এবারের শাওন শুক্রবার, ২৫ জুলাই তৈরি হচ্ছে সিদ্ধি যোগ। 

2/7
লক্ষ্মীর আরাধনা
লক্ষ্মীর আরাধনা

কী হয় এই যোগে? এই যোগ মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত। এদিন মা লক্ষ্মীর পুজো করাই বিধি।

3/7
ধনবৃদ্ধি
ধনবৃদ্ধি

আর মা লক্ষ্মীর আরাধনা করলে যা হয়, ধনসম্পত্তির বৃদ্ধি ঘটে। এক্ষেত্রেও তাই হয়। 

4/7
কর্কটে চন্দ্র-সূর্য
কর্কটে চন্দ্র-সূর্য

এই যোগে সূর্য কর্কটে প্রবেশ করেন এবং চাঁদও এখন কর্কটেই। আর এই শাওন শুক্রবারে মা লক্ষ্মীর পুজোই বিধি। 

5/7
মা লক্ষ্মী ও মা সন্তোষী
মা লক্ষ্মী ও মা সন্তোষী

আর আমরা তো জানিই শুক্রবার দিনটি মা লক্ষ্মী ও মা সন্তোষীর জন্যই নিবেদিত।

6/7
লক্ষ্মীপুজো
লক্ষ্মীপুজো

এদিন মা লক্ষ্মীকে ক্ষীর ও সাদা মিষ্টি নিবেদন করাই বিধি। এদিন মা লক্ষ্মীর মন্ত্রও জপ করা হয়।

7/7
শুক্রবারে দান
শুক্রবারে দান

পুরাণ বলছে, লক্ষ্মীর ব্রতে যে নৈবেদ্য নিবেদন করা হয়, তাতে নুন দেওয়া বিধি নয়। শুক্রবারে চাল, গম, চিনি দুধ দান করাই বিধি।





Read More