PHOTOS

Last Lunar Eclipse 2021: কালীপুজোর পরেই বছরের শেষ চন্দ্র গ্রহণ, কীভাবে কাটাবেন অশুভ প্রভাব?

রইল কার্যকরী টিপস।

Advertisement
1/6
চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)
চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)

নিজস্ব প্রতিবেদন: জ্যোতিষ শাস্ত্র (Astrology) মতে, প্রতিটি গ্রহণেরই (Eclipse) একটা অশুভ দিক থাকে। প্রতিটা জীবন্ত প্রাণীর উপরই নাকি এর প্রভাব পড়ে।

2/6
কবে বছরের শেষ চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)?
কবে বছরের শেষ চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)?

২০২১-এর ২৬ মে ছিল বছরের প্রথম চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)। ১৯ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ (Last Chandra Grahan 2021)। তবে এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়। আংশিক চন্দ্রগ্রহণ।

3/6
কোথা থেকে দেখা যাবে চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)?
কোথা থেকে দেখা যাবে চন্দ্র গ্রহণ (Lunar Eclipse)?

ভারত থেকে দেখা যাবে সেই গ্রহণ (Eclipse)। ভারতের মূলত অরুণাচল প্রদেশ ও অসম থেকে দেখা যাবে গ্রহণ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও এই গ্রহণ (Eclipse) দেখা যাবে।

4/6
চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) সময়সীমা
চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) সময়সীমা

জ্যোতির্বিদরা জানাচ্ছেন, ১৯ নভেম্বর, শুক্রবার সকাল ১১টা বেজে ৩৪ মিনিট থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ। শেষ হবে বিকেল ৫টা বেজে ৩৩ মিনিটে।

5/6
কীভাবে গ্রহণের অশুভ প্রকোপ কাটাবেন?
কীভাবে গ্রহণের অশুভ প্রকোপ কাটাবেন?

শাস্ত্রে বলে, একমাত্র ভগবানের আশীর্বাদেই গ্রহণের (Eclipse) অশুভ প্রকোপ কাটতে পারে। সেজন্য গ্রহণের (Eclipse) সময় ভগবানের নাম করাই শ্রেয়। এছাড়া গ্রহণ নিয়ে মন্ত্র এবং রাহু-কেতুর মন্ত্র জপ করা উচিত। গ্রহণের পর চাল, ডাল, আটা ইত্যাদি খাদ্যসামগ্রী দান করা উচিত। বলা হয়, গ্রহণের (Eclipse) অশুভ প্রভাব কাটাতে সবচেয়ে বেশি কার্যকর 'হনুমান চল্লিশা', 'বিষ্ণু সহস্রনামা', 'দুর্গা চল্লিশা' এবং 'গীতা'। 

6/6
কাদের জন্য এবারের চন্দ্র গ্রহণটি (Lunar Eclipse) গুরুত্বপূর্ণ?
কাদের জন্য এবারের চন্দ্র গ্রহণটি (Lunar Eclipse) গুরুত্বপূর্ণ?

জানা গিয়েছে এবার বছরের শেষ চন্দ্র গ্রহণটির (Lunar Eclipse) প্রভাব পড়তে চলেছে বৃষ (Taurus) রাশির জাতকদের উপর।   





Read More