PHOTOS

Deadly Attack: ১২০ মিনিটের মৃত্যুতাণ্ডব! অতর্কিত আক্রমণে ডুবল ২১ মার্কিন জাহাজ, ধ্বংস ৩০০ বিমান, ভয়ংকর মৃত্যু ২৪০৩ সেনার...

Surprise Attack on The U.S. Naval Base: পার্ল হারবার হাওয়াই দ্বীপপুঞ্জের ওহু দ্বীপে অবস্থিত এক আমেরিকান নৌ ও বিমান ঘাঁটি। ৭ ডিসেম্বর ১৯৪১ সালে জাপানি বিমান বাহিনীর আকস্মিক হামলার শিকার হয়েছিল মার্কিন দেশ। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল।

Advertisement
1/7
১৯৪১ সাল, ৭ ডিসেম্বর
১৯৪১ সাল, ৭ ডিসেম্বর

৭ ডিসেম্বর, ১৯৪১ সালে, জাপান পার্ল হারবারে একটি অপ্রত্যাশিত হামলা চালায়। পর পর দুটি হামলা। 

2/7
মাত্র ২ ঘণ্টায়
মাত্র ২ ঘণ্টায়

প্রথমটি সকাল পৌনে আটটায়, পরেরটি আরও কিছু পরে-- মোট ২ ঘণ্টায় ধ্বংসলীলা চলে সেখানে। 

3/7
ব্যাকফুটে আমেরিকা
ব্যাকফুটে আমেরিকা

যার ফলে মার্কিন নৌবাহিনীর ব্যাপক ক্ষতি হয় এবং এতে প্রায় ২,৪০০ আমেরিকান নিহত হন।

4/7
অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

পার্ল হারবার আক্রমণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের একটি প্রধান অনুঘটক। এই ঘটনার পর, আমেরিকা আনুষ্ঠানিকভাবে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 

5/7
বিপুল ক্ষতি
বিপুল ক্ষতি

পার্ল হারবার বড় রকম ক্ষতি ঘটিয়েছিল মার্কিন প্রতিরক্ষায়। ৮ যুদ্ধজাহাজ-সহ জুবেছিল ২১ টি নৌবহর। এর পাশাপাশি ধ্বংস হয়েছিল ৩০০ বিমানপোতও। মারা গিয়েছিলেন প্রায় আড়াই হাজার মার্কিন-- ২৪০৩ জন! ১১০০-র বেশি আহত।

6/7
জল গড়িয়েছিল অনেক দূর
জল গড়িয়েছিল অনেক দূর

পার্ল হারবার কাণ্ডের জল কিন্তু অনেক দূর গড়িয়েছিল। এটা শুধু দুটি দেশের ব্যাপার ছিল না। গোটা বিশ্বই ওই মহাযুদ্ধের ফাঁদে পড়ে গিয়েছিল। জাপান হেরে গিয়েছিল। কিন্তু সেটা একটা নিছক পরাজয় ছিল না। 

7/7
ছারখার জাপান
ছারখার জাপান

জাপানকে এর জন্য চোকাতে হয়েছিল দারুণ মূল্য। আমেরিকা দুটি পরমাণু বোমা ফেলেছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে। এর ভয়াবহতায় হিংস্রতায় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা পৃথিবী! ছারখার হয়েছিল জাপান। 





Read More