Leander Paes-Kim sharma Break up: ২০২১ সালে সেপ্টেম্বরে একটি ইনস্টাগ্রাম করে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন কিম শর্মা। টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের প্রেমে পড়েছেন অভিনেত্রী। তবে সেই সম্পর্কেই এবার ভাঙনের আঁচ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্পর্ক ভেঙেছে লিয়েন্ডার পেজ ও কিম শর্মার, এই জল্পনাতেই সরগরম বলিউড থেকে খেলার জগত।
২০২১ সালে জিম থেকে শুরু করে ডিনার সর্বত্রই একসঙ্গে দেখা যায় লিয়েন্ডার ও কিমকে। অবশেষে সেই বছর ৫ সেপ্টেম্বর কিম সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্কের কথা জানান।
এরপর কলকাতার পার্কস্ট্রিটেও একসঙ্গে দেখা যায় তাঁদের। নানা অনুষ্ঠানে এমনকী একসঙ্গে ছুটি কাটাতেও যান তারকারা।
শোনা যাচ্ছে, কমিটমেন্ট ইস্যুতেই দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তিক্ততার মধ্যে দিয়েই শেষ হয়েছে সম্পর্ক।
গত বছর ২৮ মার্চ নিজেদের প্রথম প্রেমবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন লিয়েন্ডার।
কিন্তু এই বছর প্রেমবার্ষিকীতে লিয়েন্ডার ও কিম কেউই কোনও পোস্ট না করায় শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছে সত্যিই সম্পর্কে ইতি টেনেছেন দুই তারকা।