PHOTOS

Life Imprisonment of Sanjay Roy: গভীর রাতের সেমিনার রুম থেকে প্রকাশ্য দিবালোকের কাঠগড়া! ৯ অগাস্ট থেকে ২০ জানুয়ারির খুঁটিনাটি...

RG Kar Case Verdict | Life Imprisonment of Sanjay Roy: সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হল শনিবার। আর আজ, সোমবার তার সাজা ঘোষণা হল। প্রচুর প্রহরার মধ্যে দিয়ে সঞ্জয় রায়কে কোর্টে আনা হল।

Advertisement
1/6
অগাস্ট থেকে জানুয়ারি
অগাস্ট থেকে জানুয়ারি

২০২৪ সালের ৯ অগাস্ট আরজি করে অপরাধ সংঘটিত হয় এবং পরদিন, ১০ অগাস্ট অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিস। আর তার পর থেকে আজ, ২০ জানুয়ারি পর্যন্ত বিষয়টি চলল।

2/6
আত্মরক্ষার চেষ্টা
আত্মরক্ষার চেষ্টা

শাস্তির বিষয়ে সঞ্জয়ের কী মত, তা জানতে চাওয়া হয় সঞ্জয়ের কাছ থেকে। তখনও সঞ্জয় নিজেকে নির্দোষ বলে উল্লেখ করে!

3/6
ফাঁসিই
ফাঁসিই

সিবিআইয়ের তরফ থেকে বলা হয়, এটি একটি 'রেয়ারেস্ট অফ রেয়ার কেস', ফলে আসামীর ফাঁসি হওয়াই উচিত।

4/6
রিফরমেশন
রিফরমেশন

সঞ্জয়ের আইনজীবী সম্মত হন যে, এটা অবশ্যই খুব বিরল ধরনের একটা কেস, তবে এক্ষেত্রেও রিফরমেশনের একটা সুযোগ থাকা জরুরি। 

5/6
১৬০ পাতা
১৬০ পাতা

শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে ভারতীয় ন্য়ায় সংহিতার (BNS) ৬৪, ৬৬ ও ১০৩ (১) ধারায় দোষী সাব্যস্ত করেন।  বিচারক একটি ১৬০ পাতার দীর্ঘ লেখা দাখিল করেন। সেখানেই রায়ের বিচার বিষয়ক সব কিছু উল্লেখ আছে। 

6/6
সঞ্জয়ের শাস্তি ও তার পরিবার!
সঞ্জয়ের শাস্তি ও তার পরিবার!

সঞ্জয়ের শাস্তি যাই হোক না কেন, তা নিয়ে তা পরিবার কী ভেবেছিল? সঞ্জয়ের দিদি বলেছেন, 'আমরা নির্যাতিতার পরিবারের কাছে ক্ষমা চাইছি। আইন যা ঠিক করবে সেটাই হবে। সেই শাস্তিই ও পাবে। আমার কিছু বলার নেই।' সঞ্জয়ের মা-ও প্রায় তাঁর মেয়ের সুরেই কথা বলেছেন। তিনিও বলেছেন, তিন মেয়ের মা হিসেবে তিনি জানেন, নির্যাতিতার বাবা-মায়ের মনের কী অবস্থা!





Read More