Intense Rain During Next 2 to 3 Hours: সকালের আবহাওয়া থেকে জানাই ছিল স্ট্রং মনসুন ফ্লো-র কারণে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।
সন্দীপ প্রামাণিক: বলা হয়েছিল, রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। আজ, রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
এবং আগামীকাল সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও।
আজ, রবিবার বেলা আড়াইটের সময়ে আবহাওয়া দফতরের তরফে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হল।
কী বলা হয়েছে সেই বিশেষ বিজ্ঞপ্তিতে? বলা হয়েছে আর ঘণ্টাতিনেকের মধ্যেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টিপাত হবে।
এতে জনজীবন ব্যাহত হবে মূলত হাওড়া ও কলকাতার।
এই মর্মে অরেঞ্জ অ্যালার্ট তথা কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
সকালের আবহাওয়া-সংবাদে বলা হয়েছিল, পরশু মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে বলে জানানো হয়েছে।