Liquor Price in Bengal: উইকএন্ড মানেই বন্ধুদের সঙ্গেই হ্যাং-আউট। পাব বা বারে গলা ভেজানো? এবার বাড়তে চলেছে আপনার খরচ...
সুতপা সেন: আজ থেকেই রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। কোন ব্র্যান্ডের মদের দাম কত বাড়বে, সেই সিদ্ধান্ত হবে আজ।
মদ প্রস্তুতকারক সংস্থাগুলো থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চেয়েছিল রাজ্য সরকার। মূলত মদ উৎপাদনে খরচ কত বেড়েছে তা জানতে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চায় রাজ্য সরকার।
মদ প্রস্তুতকারক সংস্থাগুলি যে দাম চাইবে তার উপরে ট্যাক্স বসাবে রাজ্য সরকার। এরপর চূড়ান্ত দাম ধার্য হবে।
আজই সল্টলেকে সংস্থার দফতরে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট খুলে দেখবে রাজ্য। তারপর কর যোগ করে চূড়ান্ত দাম ঘোষণা করা হবে।
ফলে এবার দামী ব্র্যান্ডেড মদ্যপান করতে গেলে পকেটের রেস্ততে টান পড়তে চলেছে ভালোই!