PHOTOS

KMC Borough Chairman List: কলকাতা পুরসভার কোন বরোর দায়িত্বে কে? রইল সম্পূর্ণ তালিকা

১৬টি বরো কমিটির দায়িত্বে ৯ জন মহিলা

Advertisement
1/8
১৬ বরোয় ৯ মহিলা চেয়ারম্যান
১৬ বরোয় ৯ মহিলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদন: কলকাতা কর্পোরেশেনর ১৬টি বরো চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারীদের গুরুত্ব দিয়ে ৯টি বরোর চেয়ারম্যান করা হয়েছে মহিলা কাউন্সিলকে।

১৬ টি বরো চেয়ারম্যানের মধ্য়ে ৬টি পদ খালি হয়ে যায়। এদের মধ্য়ে কেউ কেউ এবার টিকিট পাননি। কেউ বা মারা গিয়েছেন। বরো ২, ৪, ৫ এবং ৬-এর প্রাক্তন চেয়ারম্যান যথাক্রমে সাধন সাহা, স্মিতা বক্সি, সঞ্চিতা মণ্ডল এবং রতন মালাকার টিকিট পাননি।  মারা গিয়েছেন বরো ১৪ এবং ১৬-র প্রাক্তন চেয়ারম্যান যথাক্রমে মাণিকলাল চট্টোপাধ্যায় এবং ইন্দ্রজিৎ ভট্টাচার্য। 

2/8
বরো ১, ২, এবং ৩
বরো ১, ২, এবং ৩

১ নম্বর বরো কমিটির চেয়ারম্যান ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাহা।

২ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুক্লা ভর।

৩ নম্বর বরো কমিটির চেয়ারম্যান ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউত। তাঁকে মুখ্যমন্ত্রী নির্দেশ বলেন, "তোমায় কাজ ভাল করতে হবে"।

 

3/8
বরো ৪, ৫, এবং ৬
বরো ৪, ৫, এবং ৬

৪ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বোস।

৫ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেয়ানা খাতুন।

৬ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানা আহমেদ।

4/8
বরো ৭ এবং ৮
বরো ৭ এবং ৮

৭ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়।

৮ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন ৯০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায়।

5/8
বরো ৯ এবং ১০
বরো ৯ এবং ১০

৯ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস।

১০ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাস।

6/8
বরো ১১ এবং ১২
বরো ১১ এবং ১২

১১ নম্বর বরো কমিটির চেয়ারম্যান ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী।

১২ নম্বর বরো কমিটির চেয়ারম্যান ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ।

7/8
বরো ১৩ এবং ১৪
বরো ১৩ এবং ১৪

১৩ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না সুর।

১৪ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংহিতা দাস।

8/8
বরো ১৫ এবং ১৬
বরো ১৫ এবং ১৬

১৫ নম্বর বরো কমিটির চেয়ারম্যান ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত সিং।

১৬ নম্বর বরো কমিটির চেয়ারম্যান ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে।





Read More