Cyclone Garance in Mauritius: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়! তাণ্ডবে তছনছ হতে পারে গোটা দেশ! লকডাউন পরিস্থিতি দেশে! বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজও। গোটা দেশে এক অঘোষিত লকডাউনের পরিস্থিতি। জারি রেড অ্যালার্ট।
মরিশাস দ্বীপাঞ্চলের সেন্ট ডেনিসে এসে পৌঁছছে ঝড়টি। সেন্ট ডেনিস থেকে মরিশাস কিন্তু খুব দূরে নয়!
সেন্ট ডেনিস থেকে মরিশাস মাত্র ২২৭ কিমি! প্রতি ঘণ্টায় ১৯৫ কিমি বেগে যে-ঝড় দৌড়চ্ছে, তার কাছে এই দূরত্ব তো কিছুই নয়।
তাহলে কি ঘণ্টাখানেকের মধ্যেই তছনছ হয়ে যাবে মরিশাস?
কবে কখন এসে আছড়ে পড়বে ঝড়? মরিশাসের হাওয়া অফিস জানিয়েছে, তাদের আশঙ্কা, সাইক্লোনটি শুক্রবার ভোররাত নাগাদ মরিশাসে পৌঁছবে। সময়টা মোটামুটি ভোর ৪টে!
ঝড়টি প্রাথমিক ভাবে ঘণ্টায় ১৬৫ থেকে ২২৪ কিমি বেগে ছুটছিল। তখনই বলা হয়েছিল, লার্জ-স্কেল ড্যামেজ ঘটাতে পারে এই ঝড়। গাছ পড়ে যেতে পারে, বিদ্যুৎ চলে যেতে পারে, রাস্তা বন্ধ হতে পারে। ভয়ংকর।
মরিশাসের হাওয়া অফিস জানিয়েছে, ভয়ংকর ভাবে ঝড়টি এগোচ্ছে। অন্য সব বিপর্যয়ের পাশাপাশি রয়েছে বন্যার আশঙ্কাও।