PHOTOS

Cyclone Garance: তীরের সঙ্গে দূরত্ব কমিয়ে ১৯৫ কিমি বেগে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়! হতে পারে বন্যা, দেশ জুড়ে 'লকডাউন'...

Cyclone Garance in Mauritius: ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়! তাণ্ডবে তছনছ হতে পারে গোটা দেশ! লকডাউন পরিস্থিতি দেশে! বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজও। গোটা দেশে এক অঘোষিত লকডাউনের পরিস্থিতি। জারি রেড অ্যালার্ট।

Advertisement
1/6
সেন্ট ডেনিসে
সেন্ট ডেনিসে

মরিশাস দ্বীপাঞ্চলের সেন্ট ডেনিসে এসে পৌঁছছে ঝড়টি। সেন্ট ডেনিস থেকে মরিশাস কিন্তু খুব দূরে নয়! 

2/6
২২৭ কিমি
২২৭ কিমি

সেন্ট ডেনিস থেকে মরিশাস মাত্র ২২৭ কিমি! প্রতি ঘণ্টায় ১৯৫ কিমি বেগে যে-ঝড় দৌড়চ্ছে, তার কাছে এই দূরত্ব তো কিছুই নয়।

3/6
তছনছ মরিশাস
তছনছ মরিশাস

তাহলে কি ঘণ্টাখানেকের মধ্যেই তছনছ হয়ে যাবে মরিশাস?

4/6
ভোরেই আঘাত
ভোরেই আঘাত

কবে কখন এসে আছড়ে পড়বে ঝড়? মরিশাসের হাওয়া অফিস জানিয়েছে, তাদের আশঙ্কা, সাইক্লোনটি শুক্রবার ভোররাত নাগাদ মরিশাসে পৌঁছবে। সময়টা মোটামুটি ভোর ৪টে!

5/6
বড় বিপর্যয়
বড় বিপর্যয়

ঝড়টি প্রাথমিক ভাবে ঘণ্টায় ১৬৫ থেকে ২২৪ কিমি বেগে ছুটছিল। তখনই বলা হয়েছিল, লার্জ-স্কেল ড্যামেজ ঘটাতে পারে এই ঝড়। গাছ পড়ে যেতে পারে, বিদ্যুৎ চলে যেতে পারে, রাস্তা বন্ধ হতে পারে। ভয়ংকর।

6/6
বন্যার আশঙ্কা
বন্যার আশঙ্কা

মরিশাসের হাওয়া অফিস জানিয়েছে, ভয়ংকর ভাবে ঝড়টি এগোচ্ছে। অন্য সব বিপর্যয়ের পাশাপাশি রয়েছে বন্যার আশঙ্কাও। 





Read More