PHOTOS

UP Lover runs nude after caught in hotel: হোটেলে পরপুরুষের 'ঘনিষ্ঠ' স্ত্রী! ধরে ফেলতেই 'ন*গ্ন' প্রেমিক করিডর টপকে ছুট লাগালেন রাস্তা দিয়ে... ভিডিয়ো ভাইরাল...

Lover runs nude on highway: প্রেমিককে রাস্তা দিয়ে নগ্ন দৌড়তে দেখে হকচকিয়ে যান সবাই। শেষে প্রেমিক...

Advertisement
1/7
হোটেলে স্ত্রীর পরকীয়া...
হোটেলে স্ত্রীর পরকীয়া...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোটেলে চলছিল পরকীয়া! ঘনিষ্ঠ মুহূর্তে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছিলেন স্ত্রী। সেইসময় স্ত্রীর খোঁজ করতে করতে হোটেলের  রুমে হানা দেন স্বামী! ব্যস! হাতেনাতে কুকর্মের পর্দাফাঁস! স্ত্রী এবং তাঁর প্রেমিককে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্বামী। 

2/7
মার থেকে বাঁচতে নগ্ন প্রেমিকের দৌড়...
মার থেকে বাঁচতে নগ্ন প্রেমিকের দৌড়...

আর তারপরই ঘটল সেই চরম নাটকীয় ঘটনা। মারের হাত থেকে বাঁচতে নগ্ন হয়েই রাস্তা দিয়ে ছুট লাগালেন প্রেমিক!চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

3/7
চরম নাটকীয় ঘটনা
চরম নাটকীয় ঘটনা

জানা গিয়েছে, সংসার করার পাশাপাশি স্বামীকে লুকিয়ে দিব্যি প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছিলেন স্ত্রী। স্ত্রীর পরকীয়ার কথা কানাঘুষোয় জানতে পেরে তক্কে তক্কে ছিলেন স্বামী। এরপর ঘটনার দিন স্ত্রীকে অনুসরণ করে হাপুরের হোটেলে পৌঁছে যান স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। হাতেনাতে ধরা পড়েন যুগল। 

4/7
নগ্ন প্রেমিকের দৌড়, ভাইরাল ভিডিয়ো
নগ্ন প্রেমিকের দৌড়, ভাইরাল ভিডিয়ো

ধরা পড়তেই শুরু হয় মার। তখন মারের হাত থেকে বাঁচতে সম্পূর্ণ নগ্ন অবস্থাতেই হোটেলের করিডর ধরে ছুটতে থাকেন প্রেমিক। এমনকি ওই অবস্থাতেই হোটেল থেকে বেরিয়ে রাস্তা দিয়েও ছুটতে থাকে। 

5/7
নগ্ন প্রেমিকের দৌড়ে হতচকিত সবাই
নগ্ন প্রেমিকের দৌড়ে হতচকিত সবাই

রাস্তা দিয়ে প্রায় ২০০ মিটার দৌড়ে একটি চাষজমির মধ্যে অদৃশ্য হয়ে যান তিনি। দানিশ নামে ওই প্রেমিককে রাস্তা দিয়ে এরকম নগ্ন দৌড়তে দেখে হকচকিয়ে যান সবাই। 

6/7
প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
জানা গিয়েছে, এদিকে এই ঘটনার পর উত্তরপ্রদেশের সিম্বাওলি এলাকার গড় চৌপলার বাসিন্দা ওই গৃহবধূ প্রেমিকের বিরুদ্ধে মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনেছেন।  
7/7
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো রেকর্ডের অভিযোগ
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো রেকর্ডের অভিযোগ

এমনকি গোপনে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করারও অভিযোগ করেছেন গৃহবধূ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 





Read More