Low Pressure to Depression: শীতপ্রেমীরা বেশ খুশিই। নভেম্বরের শুরুতে ঠান্ডা তেমন অনুভূত না হলেও সম্প্রতি কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে।
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস দিল দিল্লি মৌসম ভবন। তাহলে কি ডানার পরে আবার কোনও ঘূর্ণিঝড় আসছে?
সম্প্রতি ডানার ঝাপটা দেখেছে বাংলা। তবে ডানার প্রভাব বেশি পড়েছে ওড়িশায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে চাষবাসের। মরশুমি ফল থেকে শাক-সবজি নষ্ট হয়েছে সব। অতিবৃষ্টির জেরে বিধ্বস্ত হয়েছিল জনজীবন।
তবে ক্রমশ সেই ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরেছে বাংলা। আর এরই মধ্যে এল ফের এক নিম্নচাপ তৈরির খবর।
তবে একটাই স্বস্তির। বাংলায় অন্তত এর কোনও প্রভাব পড়বে না। সেটাও জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপটি তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোবে।
নতুন এই আশঙ্কা নিয়ে মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে হয়তো।
নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে পরে ক্রমশ সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, তার উপর নজর রাখছে মৌসম ভবন।