Kojagari Laxmi Puja: হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীকে সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক কোন রাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান সহজেই।
১৬ অক্টোবর তো বটেই ১৭ অক্টোবরও পঞ্জিকা মতে এবার লক্ষ্মীর আরাধনা করা যাবে। যদিও কোজাগরী লক্ষ্মীপুজো রাতে হয় বলে বুধবার রাতেই এই পুজো করেছেন।
তবে কোনও কোনও রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি বর্ষিত হয়। মা লক্ষ্মী সত্ মানুষদের ভালোবাসেন। জ্যোতিশাস্ত্র অনুযায়ী ৫ রাশির জাতকদের পছন্দ করেন ধনদেবী। এদের জীবনে আর্থিক সঙ্কট এলেও তা স্থায়ী হয় না।
মেষ রাশির জাতক জাতিকারা খুব পরিশ্রমী হয়। তারা যা করার সিদ্ধান্ত নেয়, তা সম্পন্ন করেই ছাড়ে। অদম্য এদের জেদ। দেবী লক্ষ্মীর কৃপায় প্রচুর আর্থিক লাভ পায় এই জাতকরা।
বৃষ রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকে। এই রাশির অধিপতি শুক্র, যাকে ধন ও সম্পদের কারক বলে মনে করা। এই রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর কৃপা সবসময়ই থাকে।
অত্যন্ত সৌভাগ্যবান হন মিথুন রাশির জাতকরা। সম্পদের দেবীর আশীর্বাদে জীবনে প্রচুর সৌভাগ্য অর্জন করেন এঁরা। কোনও দিন অর্থের কষ্ট ভোগ করতে হয় না এঁদের।
সিংহ জাতকরা দৃঢ় সংকল্প, উদ্যম এবং তীক্ষ্ণ বুদ্ধি থাকে। মা লক্ষ্মীর দয়ায় সিংহ রাশির জাতকরা রাজার মতো জীবন কাটিয়ে থাকেন।
দেবী লক্ষ্মীর কৃপায় তুলার রাশির লোকেরা সর্বদা সুখ ভোগ করে। দেবী লক্ষ্মীর কৃপায়, এই লোকেরা কখনও আর্থিক সঙ্কটের সম্মুখীন হয় না এবং সর্বক্ষেত্রে সফল হয়।