PHOTOS

Madumita-Vikram: ‘কে প্রথম কাছে এসেছি, তুমি না আমি?’ অরুণাচল থেকে রোমান্টিক ছবি পোস্ট বিক্রম-মধুমিতার...

Madhumita Sarcar-Vikram Chatterjee: ‘কুলের আচার’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। পর্দায় তাঁদের রসায়ন বেশ পছন্দ করেছিল দর্শক। ফের একসঙ্গে দেখা দিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একটি রোমান্টিক ছবি পোস্ট করে তাঁরা লিখলেন, ‘তুমি না আমি?’

Advertisement
1/9
‘কে প্রথম কাছে এসেছি’
‘কে প্রথম কাছে এসেছি’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে মধ্যেই পাহাড়ে ঘুরতে যান মধুমিতা সরকার, সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতেও।

 

2/9
‘কে প্রথম কাছে এসেছি’
‘কে প্রথম কাছে এসেছি’

মধুমিতার মতোই পাহাড়ের প্রতি প্রেম দেখা যায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়েরও।

 

3/9
‘কে প্রথম কাছে এসেছি’
‘কে প্রথম কাছে এসেছি’

এবার তাঁরা একসঙ্গে অরুণাচল প্রদেশে। অরুণাচলের পাহাড়ের মাঝে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি অন্তঃরঙ্গ ছবি পোস্ট করেন মধুমিতা। শেয়ার করেছেন বিক্রমও।

 

4/9
‘কে প্রথম কাছে এসেছি’
‘কে প্রথম কাছে এসেছি’

শেষবার কুলের আচার ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল বিক্রম ও মধুমিতাকে।

 

5/9
‘কে প্রথম কাছে এসেছি’
‘কে প্রথম কাছে এসেছি’

ছবিতে তাঁদের রসায়ন বেশ পছন্দ করেছিল দর্শক। তাই ফের তাঁদের একসঙ্গে দেখে খুশি দর্শকও।

 

6/9
‘কে প্রথম কাছে এসেছি’
‘কে প্রথম কাছে এসেছি’

আসলে অরুণাচল প্রদেশে চলছে তাঁদের আগামী ছবির শ্যুটিং। ছবির নাম ‘কে প্রথম কাছে এসেছি’।

 

7/9
‘কে প্রথম কাছে এসেছি’
‘কে প্রথম কাছে এসেছি’

মধুমিতা, বিক্রমের পাশাপাশি ছবিতে অভিনয় করবেন দর্শনা বণিক।

 

8/9
‘কে প্রথম কাছে এসেছি’
‘কে প্রথম কাছে এসেছি’

ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক। এর আগেও অরুণাচল প্রদেশে বাংলা ছবির শ্যুটিং করেছেন শিলাদিত্য।

 

9/9
‘কে প্রথম কাছে এসেছি’
‘কে প্রথম কাছে এসেছি’

এবার মধুমিতা-দর্শনা-বিক্রমকে নিয়ে ফের বর্ষামুখর অরুণাচলে প্রেমের গল্প বুনছেন পরিচালক।





Read More