Madhumita Sarcar-Vikram Chatterjee: ‘কুলের আচার’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। পর্দায় তাঁদের রসায়ন বেশ পছন্দ করেছিল দর্শক। ফের একসঙ্গে দেখা দিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একটি রোমান্টিক ছবি পোস্ট করে তাঁরা লিখলেন, ‘তুমি না আমি?’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে মধ্যেই পাহাড়ে ঘুরতে যান মধুমিতা সরকার, সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতেও।
মধুমিতার মতোই পাহাড়ের প্রতি প্রেম দেখা যায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়েরও।
এবার তাঁরা একসঙ্গে অরুণাচল প্রদেশে। অরুণাচলের পাহাড়ের মাঝে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি অন্তঃরঙ্গ ছবি পোস্ট করেন মধুমিতা। শেয়ার করেছেন বিক্রমও।
শেষবার কুলের আচার ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল বিক্রম ও মধুমিতাকে।
ছবিতে তাঁদের রসায়ন বেশ পছন্দ করেছিল দর্শক। তাই ফের তাঁদের একসঙ্গে দেখে খুশি দর্শকও।
আসলে অরুণাচল প্রদেশে চলছে তাঁদের আগামী ছবির শ্যুটিং। ছবির নাম ‘কে প্রথম কাছে এসেছি’।
মধুমিতা, বিক্রমের পাশাপাশি ছবিতে অভিনয় করবেন দর্শনা বণিক।
ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক। এর আগেও অরুণাচল প্রদেশে বাংলা ছবির শ্যুটিং করেছেন শিলাদিত্য।
এবার মধুমিতা-দর্শনা-বিক্রমকে নিয়ে ফের বর্ষামুখর অরুণাচলে প্রেমের গল্প বুনছেন পরিচালক।