PHOTOS

Madhyamgram Update: ৭ বছরের 'সুখনীড়'... স্বামী সুমনের সঙ্গে কেমন ছিল প্রিয়াঙ্কার সংসার?

Madhyamgram Case Update: পুলিস ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

Advertisement
1/6
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...

মনোজ মণ্ডল: কাজ থেকে ফিরে ডাকাডাকি করছিলেন স্ত্রী-মেয়ের নাম ধরে! কিন্তু কেউ-ই কোনও সাড়া না দেওয়ায় বাধ্য হয়েই পড়শিদের ডেকে দরজা ভাঙেন।

2/6
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...

আর তারপরই হতভম্ব হয়ে যান! বিছানায় পড়ে ৫ বছরের একমাত্র মেয়ের নিথর দেহ। আর রান্নাঘরের মেঝেতে স্ত্রী-র! কীভাবে মৃত্যু মা-মেয়ের? তা নিয়ে প্রশ্ন উঠছে! 

3/6
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...

পাড়া প্রতিবেশীরা বলছেন, হাসিখুশি প্রিয়াঙ্কা আত্মহত্যা করতেই পারেন না! তাহলে... স্বাভাবিকভাবেই সবার প্রশ্নের মুখে এখন স্বামী সুমনের সঙ্গে প্রিয়াঙ্কার দাম্পত্যজীবন। 

4/6
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...

পুলিসও সুমনকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। প্রিয়াঙ্কার স্বামী সুমন রায় একটি কারখানাতে কাজ করেন। ৭ বছর আগে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর বিয়ে হয়।

5/6
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...

পাড়াপড়শিদের দাবি, স্বামী সুমনের সঙ্গে ভালো সম্পর্ক-ই ছিল প্রিয়াঙ্কার। এক মেয়েকে নিয়ে হাসিখুশি দম্পতি ছিলেন তাঁরা। 

6/6
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...
সুমন-প্রিয়াঙ্কার 'সুখনীড়'...

তাহলে সেই প্রিয়াঙ্কা কেন তাঁর মেয়েকে নিয়ে আত্মহত্যা করতে যাবেন? প্রশ্নের উত্তর খুঁজেও পাচ্ছেন না আর মেলাতেও পারছেন না প্রতিবেশীরা। 





Read More