Madhyamik Result 2025 Jalpaiguri: শারীরিক উচ্চতা মাত্র দু-ফুট, মাধ্যমিক রেজাল্টের গ্রাফে ৫৫৩! অবিশ্বাস্য হলেও সত্য, একদিকে যখন বিগত কয়েক বছর ধরে লাগাতার মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জেলার গ্রাফ ,সেই সময় একজন দিবাংগণ পরীক্ষার্থী এমন ফলাফল তাক লাগিয়ে দিয়েছে জেলায়।
প্রদ্যুত্ দাস: নয়ন দত্ত, বিশেষভাবে সক্ষম এই পরীক্ষার্থী মাধ্যমিক ২০২৫ -এর জেলার ডুবতি নৈয়াকে কিছুটা হলেও পাড়ে নিয়ে আসতে সমর্থ হয়েছে, এমনটাই মনে করছে শিক্ষক থেকে অভিভাবক মহল।
অবিশ্বাস্য হলেও সত্য, একদিকে যখন বিগত কয়েক বছর ধরে লাগাতার মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জেলার গ্রাফ ,সেই সময় একজন দিবাংগণ পরীক্ষার্থী এমন ফলাফল তাক লাগিয়ে দিয়েছে জেলায়।
নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন, বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে এসেছিল রেজাল্ট নিতে। বন্ধুকে কোলে নিয়েই এক গাল হেসে রাকেশ জানায়, সে ৫২১ পেয়েছে, কিন্তু বন্ধু নয়ন পেয়েছে ৫৫৩, এতেই যেন দ্বিগুণ হয়েছে আনন্দ।
বিশেষ ভাবে সক্ষম নয়ন দত্ত এক সামান্য কৃষক পরিবারের সন্তান। নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলে, পড়াশুনো করেই এই সাফল্য, আমি কালেক্টর হতে চাই।
অপরদিকে যে স্কুলের ছাত্র নয়ন দত্ত সেই স্কুলের প্রধান শিক্ষক,বলেন, ওর জন্য আমরা সবাই গর্বিত, ওকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে আগামী দিনে।
প্রসঙ্গত, মাধ্যমিকের মেধা তালিকায় গত দু বছর ধরে প্রথম দশে নেই জলপাইগুড়ি। গড়ে প্রায় ২৩% এর বেশি মাধ্যমিক পরীক্ষার্থী অকৃতকার্য।
জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকের ফল প্রত্যাশা মতো হচ্ছে না। বিগত বেশ কয়েকবছর ধরে রাজ্যের সমস্ত জেলা ধরে ধরে যদি মাধ্যমিকের ফল বিশ্লেষণ করা যায় তবে জলপাইগুড়ি জেলা একেবারে পেছনের সারিতে ছিল।
২০২৩ সাল পর্যন্ত রাজ্যের প্রথম দশ কৃতীদের মধ্যে দু একজন ছাত্র ছাত্রী জলপাইগুড়ি জেলার থাকত। ২০২৪ সাল এবং ২০২৫ সালে একজনও মেধা তালিকায় স্থান পায়নি। আর এতেই হতাশ শিক্ষানুরাগী মহল।