Mahakumbh 2025: উত্তর প্রদেশের জৌনপুরে মহাকুম্ভমেলায় যাওয়া একটি বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডবল ডেকার বাসে চেপে সকলে যাচ্ছিলেন মহাকুম্ভে পুণ্যস্নান করতে। রাস্তাতেই মর্মান্তিক দুর্ঘটনা।
ডবল ডেকার বাসটি পিছন থেকে একটি চাল বোঝাই ট্রাক সজোরে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়। প্রায় ৪০ জন গুরুতর আহত হয়। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের জৌনপুরে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে বাসের সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বাসের যাত্রীরা জানিয়েছেন যে, দুর্ঘটনার সময় সব যাত্রীরাই ঘুমোচ্ছিল। ঘর্ষ এতটাই তীব্র ছিল যে যাত্রীরা সামনের দিকে পড়ে যান। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৫৪ জন যাত্রী ছিলেন। এ ছাড়া, চালকের বোনও এই দুর্ঘটনায় মারা যান।
ঘটনার খবর পেয়ে ডিএম দীনেশ চাঁদ সকল পুলিস কর্মকর্তাদের নিয়ে হাসপাতালে পৌঁছান এবং আহতদের সঙ্গে দেখা করেন।