PHOTOS

Maha Kumbh Mela 2025: মহাকুম্ভ থেকে কী বিপুল রোজগার, জানেন? ২০০০০০০০০০০০০ টাকা! গুনে দেখুন...

Maha Kumbh Mela 2025 After 144 Years: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী-- এই হল কুম্ভের চার জায়গা। এই চার জায়গার কুম্ভ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত।

Advertisement
1/6
৪০ কোটিরও বেশি
৪০ কোটিরও বেশি

যেমন, মনে করা হচ্ছে, এবারের মেলায় প্রয়াগরাজে ৪০ কোটিরও বেশি মানুষের সমাবেশ ঘটবে! রাশিয়া ও আমেরিকায় যত মানুষ থাকেন, তার চেয়েও বেশি!

2/6
প্রথমেই ৫০
প্রথমেই ৫০

আজ, সোমবার খুলে গিয়েছে কুম্ভমেলা। আর প্রথমদিনের প্রথম লপ্তেই সেখানে ৫০ লক্ষ মানুষের সমাগম ঘটেছে! ভাবা যায়! 

3/6
৪০০০ হেক্টর, ৭০০০ কোটি
৪০০০ হেক্টর, ৭০০০ কোটি

জায়গাটি কম বড়? ৪ হাজার হেক্টর জায়গা নিয়ে বসেছে এই মেলার আসর। ৪৫ দিন জুড়ে চলবে এই মহাযজ্ঞ। এর জন্য উত্তর প্রদেশ সরকার ৭০০০ কোটি টাকা বাজেট ধরেছে। 

4/6
২ লক্ষ কোটি টাকা লাভ?
২ লক্ষ কোটি টাকা লাভ?

আর রাজ্য সরকারের এই বিনিয়োগের জেরে কী ঘটবে? মহাকুম্ভ নাকি অর্থনৈতিক সমৃদ্ধির তুঙ্গে নিয়ে যাবে উত্তর প্রদেশকে। দু লক্ষ কোটি বৃদ্ধি ঘটবে তাদের। ভাবা যায়! যা নাকি জিডিপি-র উপরও ইতিবাচক প্রভাব ফেলবে! 

5/6
'ওয়ার্ল্ড লার্জেস্ট টেম্পোরারি সিটি'
'ওয়ার্ল্ড লার্জেস্ট টেম্পোরারি সিটি'

'ওয়ার্ল্ড লার্জেস্ট টেম্পোরারি সিটি'র তকমা পাচ্ছে প্রয়াগরাজের এই মহাকুম্ভ চত্বর!

6/6
বিপুল আয়োজন
বিপুল আয়োজন

'বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থযাত্রীদের সমাবেশ' হিসেবে বিবেচিত কুম্ভ মেলা। কুম্ভমেলা ইউনেস্কোর 'মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকা'রও অন্তর্ভুক্ত। এবারের এই পূর্ণকুম্ভ তথা মহাকুম্ভ শুরু হচ্ছে ১৩ জানুয়ারি। পৌষ পূর্ণিমা পড়ছে এদিনই। মেলা শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি, ঘটনাচক্রে এদিনই শিবরাত্রি। মকর সংক্রান্তির প্রথম শাহি স্নান ১৪ জানুয়ারি। এবার প্রয়াগরাজে এই মহাকুম্ভ হচ্ছে প্রায় ১৫০ বছর পরে। ঠিক-ঠিক বললে, ১৪৪ বছর পরে। এর জন্য ১০০ টি ট্রেন মোট ৩,৩০০টি ট্রিপ দেবে! কুম্ভমেলা চত্বরে দেড় লক্ষ তাঁবু পড়েছে। মোট ৩০০০টি রান্নাঘর আছে এখানে, ১ লক্ষ ৪৫ হাজার রেস্টরুম, ৯৯টি পার্কিং লট! 





Read More