Maha Shivratri 2025 Date: হিন্দুশাস্ত্রমতে সব ব্রতের শ্রেষ্ঠ ব্রত শিবরাত্রির ব্রত। দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর বিয়ের দিন এই শিবরাত্রির দিনটি। দিনটিকে মহাশিবরাত্রি হিসেবে উল্লেখ করা হয়।
শিবরাত্রির ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে। এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন।
ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয়। ব্রতের দিন উপবাস।
ব্রতের দিন উপবাস থেকে গঙ্গাজল, দুধ, ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে চার প্রহরে চার বার স্নান করাতে হয়। সঙ্গে নিবেদন করতে হয় বেলপাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, যেটি নীল ফুল নামেও পরিচিত। সঙ্গে ফল-মিষ্টিও নিবেদন করতে হয়।
শিবরাত্রি মহাদেব এবং পার্বতীর বিয়ে। দেখতে গেলে পুরুষশক্তি এবং আদিশক্তির মিলনের তিথি এটি। এই তিথিতে মহাদেব এবং পার্বতীর আরাধনায় মনের সকল বাসনা পূরণ হয়।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, চতুর্দশী তিথি আরম্ভ: ১৪ ফাল্গুন, বুধবার ২৬ ফেব্রুয়ারি, সকাল ১১টা ১০ মিনিটে। চতুর্দশী তিথি শেষ: ১৫ ফাল্গুন, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি, সকাল ৮টা ৫৫ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, চতুর্দশী তিথি আরম্ভ: ১৩ ফাল্গুন, বুধবার ২৬ ফেব্রুয়ারি, সকাল ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ড। চতুর্দশী তিথি শেষ: ১৪ ফাল্গুন, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি, সকাল ৮টা ২৯ মিনিট ৩১ সেকেন্ড।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)