India Pakistan War Update: পহেলগাঁও হামলার বদলায় ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। ভারত প্রিসিশন অ্যাটাক করতেই পালটা হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করেছে ভারত। ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের ৩টি যুদ্ধবিমান। ওদিকে রাতভর ভারতের পালটা অপারেশনে তছনছ পাকিস্তান।
Mahabharat Kurukhetra War: আরও ভয়ংকর, আরও ভয়াবহ যুদ্ধ হবে ৩০ মে! মহাভারতের কুরুক্ষেত্রের মতো যুদ্ধ হবে ৩০ মে!
ভারত-পাক যুদ্ধের মধ্যেই ভাইরাল ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী। এই যুদ্ধ শুধু ভারত-পাকিস্তান নয়, বিশ্বযুদ্ধে পরিণত হবে এমনটাই দাবি করেছেন তিনি।
স্বামী যোগেশ্বরানন্দ নামে ওই জ্যোতিষীর দাবি, তবে এই যুদ্ধের ফলে ভারতের স্বর্ণযুগের উত্থান হবে।
তিনি বলছেন, ৩০ মে ৬ গ্রহের অবস্থান এমন হবে যার সঙ্গে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে সাদৃশ্য রয়েছে।
তাঁর দাবি, এই গ্রহযোগ একটি স্বর্গীয় ঘটনা। আর এই স্বর্গীয় ঘটনা ভারতের জন্য স্বর্ণযুগের সূচনা করবে। ভারত একেবারে শীর্ষে রয়েছে এই স্বর্ণযুগের।
ভারত আধিপত্য বিস্তার করবে। রাষ্ট্রসংঘে ভারত ভেটোর অধিকার পাবে। খুব শিগগিরই ভারত রাষ্ট্রসংঘে নেতৃত্বের অধিকার পাবে।
বিশ্বমঞ্চে ভারতের উত্থান প্রসঙ্গে তিনি ঋষি অরবিন্দ, বিবেকানন্দ ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের কথাও টেনে এনেছেন।
তাঁর কথায় যুদ্ধও একধরনের যজ্ঞ। যজ্ঞ মানে ত্যাগ। গীতার বাণী উল্লেখ করে তিনি স্মরণ করিয়েছেন, কৃষ্ণ বলেছেন, যজ্ঞ-দান-ত্যাগ কখনও ত্যাগ করা উচিত নয়।
তাঁর কথায়, অনেকসময় স্থবিরতা ভেঙে নতুন করে সৃষ্টি বাঞ্ছনীয় হয়ে পড়ে। যার জন্য দরকার পড়ে চাপ-তাপ ও বলপ্রয়োগের।