Mahakumbh faecal Coliform contaminated water causes diseases: ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে, তা ডেকে আনতে পারে গুরুতর শারীরিক সমস্যা। হতে পারে প্রাণঘাতীও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভে পুণ্যস্নানের নামে চরম দূষিত জল থেকে শরীরে ঢুকছে 'বিষ'। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ও সেন্ট্রাল পলিউশন কন্ট্রোলের রিপোর্টে আগেই সামনে এসেছে যে, সঙ্গমের জল অত্যন্ত-ই শুধু নয়, চূড়ান্ত দূষিত।
কারণ সঙ্গমের জলে ভাসছে 'গু'! সঙ্গমের জল খুবই বেশি পরিমাণে মানুষের মলে থাকা ব্যাক্টেরিয়ায় ভর্তি। এখন ফিকাল কলিফর্মের মাত্রা খুব বেশি মাত্রায় পাওয়া যাওয়ায় ওই জল যে শুধু স্নান করার অযোগ্য তা-ই নয়, ওই জল মুখে নেওয়াটাও বিপজ্জনক।
কারণ ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে, তা ডেকে আনতে পারে গুরুতর শারীরিক সমস্যা। যেমন ঝিমুনি ভাব, বমি, ডায়রিয়া ও অন্যান্য গুরুতর সংক্রমণ।
এই দূষিত জলের সংস্পর্শে এলে হতে পারে গ্যাস্ট্রোইনটেসটিনাল সংক্রমণ, চর্মরোগ, চোখে জ্বালা। এমনকি হতে পারে টাইফয়েড, হেপাটাইটিস A-র মতো প্রাণঘাতী রোগও।
আর এই দূষিত জল যদি কেউ নাক দিয়ে টানে, তবে তা শ্বাসযন্ত্রেও গুরুতর সংক্রমণের কারণ হতে পারে।
তাই সাবধান! পুণ্যস্নান না শারীরিক সুরক্ষা, সেটা এবার প্রত্যেক সচেতন নাগরিকেরই বেছে নেওয়ার সময় এসেছে।