PHOTOS

Mahakumbh 2025: মহাকুম্ভকে বিশুদ্ধ রাখতে ৩.৫ লাখ কেজি ব্লিচিং পাউডার, ১ কোটি লিটার...

Mahakumbh Sanitization: লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে সঙ্গমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা-ই সবচেয়ে বড় চ্যালেঞ্জ....

Advertisement
1/5
মহাকুম্ভের পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ!
মহাকুম্ভের পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াগরাজের মহাকুম্ভের পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ ! তাকে বিশুদ্ধ করতে ব্যবহার করা হচ্ছে ৩.৫ লাখ কেজি ব্লিচিং পাউডার। ব্যবহার করা হচ্ছে ১ কোটি লিটার জীবাণুনাশক ক্লিনিং সলিউশন। 

2/5
মহাকুম্ভের পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ!
মহাকুম্ভের পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ!

প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হচ্ছে প্রয়াগরাজের মহাকুম্ভে। তাই সঙ্গমস্থল পরিষ্কার রাখা ও পরিচ্ছন্নতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যোগী প্রশাসনের কাছে। 

 

3/5
মহাকুম্ভের পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ!
মহাকুম্ভের পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ!

ব্যবস্থা করা হয়েছে দেড় লাখ বায়ো টয়লেটের। সেই টয়লেট স্যানিটেশন করতে প্রয়োজনীয় অ্যাডভান্সড অক্সিডেশন টেকনলজির জন্য বেঙ্গালুরু ইউনিভার্সিটিকে দায়িত্ব দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। 

4/5
মহাকুম্ভের পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ!
মহাকুম্ভের পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ!

প্রসঙ্গত, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ও সেন্ট্রাল পলিউশন কন্ট্রোলের রিপোর্টে আগেই সামনে এসেছে যে, মহাকুম্ভের সঙ্গমের জল অত্যন্ত-ই শুধু নয়, চূড়ান্ত দূষিত। 

5/5
মহাকুম্ভের পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ!
মহাকুম্ভের পরিচ্ছন্নতা চ্যালেঞ্জ!

কারণ সঙ্গমের জলে ভাসছে 'গু'! সঙ্গমের জল খুবই বেশি মাত্রায় মানুষের মলে থাকা ব্যাকটেরিয়া ফিকাল কলিফর্মে ভর্তি। তাই ওই জল যে শুধু স্নান করার অযোগ্য তা-ই নয়, ওই জল মুখে নেওয়াটাও বিপজ্জনক। বলছে রিপোর্ট।





Read More