Monalisa Bhonsle Viral Makeup Look: রুদ্রাক্ষ আর পুঁথির মালা বিক্রি করেই রাতারাতি ভাইরাল হয়েছিলেন মহাকুম্ভের মোনালিসা। এবার ফের তিনি খবরের শিরোনামে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভের মোনালিসা, যাঁর সাদামাটা লুক-ই তাঁকে রাতারাতি ভাইরাল করে তুলেছিল। রুদ্রাক্ষ আর পুঁথির মালা বিক্রি করেই নেটপাড়ায় ঝড় তুলেছিলেন মোনালিসা। তাঁর সৌন্দর্যের বিশেষত্বই ছিল চোখের চাউনি। ঘন নীল চোখে গোটা দেশকে পাগল করেছিল।
এবার সেই সাধারণ মোনালিসাকে দেখা গেল একেবারে অন্য লুকে। ফের একবার নেটপাড়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তাঁর ছবি।
একাধিক ছবিতে মোনালিসাকে অসাধারণ মেকওভারে দেখা গিয়েছে। যা তাঁর ফ্যানেদের মাথা ঘুরিয়ে দিয়েছে।
মেকআপ আর্টিস্ট মহসিনা আনসারি ইনস্টাগ্রামে মোনালিসার বেশ কয়েকটি লুকের ছবি শেয়ার করেছেন। মেকওভারের পর মোনালিসার গ্ল্যামার একেবারে অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে বলে মনে হচ্ছে।
মোনালিসার একটি লুকে তাঁকে নববধূর সাজে দেখা গিয়েছে। সেখানে তাঁর পরনে লাল লেহেঙ্গা, সবুজ পান্নার গয়না।
অন্য একটি লুকে মোনালিসাকে ঝলমলে গাউনে দেখা গিয়েছে। প্রসঙ্গত, মোনালিসা ভোঁসলে মধ্যপ্রদেশের ইন্দোরের ১৬ বছরের মেয়ে। ২০২৫-এর মহাকুম্ভে তিনি রুদ্রাক্ষ এবং পুঁথির মালা বিক্রি করছিলেন।