PHOTOS

Mahalakshmi: এমাসে দরজায় কড়া নাড়ছেন মা লক্ষ্মী, খারাপ সময় কেটে গিয়ে অর্থের বৃষ্টি হবে এই ৫ রাশির জীবনে

Advertisement
1/6
মহালক্ষ্ণীর কৃপাদৃষ্টি
মহালক্ষ্ণীর কৃপাদৃষ্টি

মার্চের শুরুতেই মহালক্ষ্ণীর কৃপাদৃষ্টি পড়ছে বেশ কয়েকটি রাশির উপরে। এর ফলে ওইসব রাশির জাতকদের জীবনে আসবে নতুন গতি, জীবন হবে ধনসম্পদে পূর্ণ, আর্থিক সব সমস্য়ার অবসান হয়ে যাবে। জেনে নিন কাদের উপরে পড়ছে লক্ষ্মীর কৃপা।

2/6
মেষ/ARIES
মেষ/ARIES

খুব শীঘ্রই জীবন থেকে আর্থিক সমস্যা দূর হবে। যেখানেই হাত দেবেন সেখানেই সোনা ফলবে। চলার পথে ভাগ্য আপনার সঙ্গ দেবে। পরিবারের অর্থনৈতিক কাঠামোটাই বদলে যাবে। আগামী সময় সুখ সাচ্ছন্দতে ভরে যাবে।

3/6
মিথুন GEMINI
মিথুন GEMINI

মহালক্ষ্ণীর কৃপায় সৌভাগ্যের ঢেউ আসবে জীবনে। অর্থের বর্ষা হবে। কাজের জায়গায় সব বাধা দূর হবে। সন্তানের কাছ থেকে ভালো খবর পাবেন। আগে যেসব বিনিয়োগ করেছিলেন সেখান থেকে বিপুল লাভ পাবেন। যে কাজ বহু দিন শেষ করতে পারেননি তা শেষ হয়ে যাবে।

 

4/6
সিংহ LEO
সিংহ LEO

যারা ব্যবসা করেন তারা বিপুল লাভ করবেন। ব্যবসা বাড়বে লাফিয়ে। সামাজিক সম্মান বাড়বে লাফিয়ে। ব্যবসার কারণে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। এতে বিপুল লাভ হবে। যারা পড়ুয়া তাদের জন্য এটি ভালো দিন।

5/6
মকর CAPRICORN
মকর CAPRICORN

মকরদের উপরে বিশেষ কৃপাদৃষ্টি থাকবে মহালক্ষ্ণীর। হঠাত্ বিপুল টাকা আসতে পারে মকরদের কাছে। বাড়িতে আত্মীয় সমাগম হবে। এর ফলে পরিবারে আনন্দ আসবে। ভ্রমণে আনন্দের পাশাপাশি আর্থিক লাভ পাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার আশা পূর্ণ হবে।

6/6
কুম্ভ AQUARIUS
কুম্ভ AQUARIUS

খারাপ সময় চলে যাবে কুম্ভের। কোনও আইনি সমস্যায় বিজয়ী হতে পারবেন। আর্থিক অবস্থায় উন্নতি হবে। আয়ের রাস্তা খুলে যাবে। পার্টনারশিপে ব্যবসা করলে লাভ পাবেন। কাজের ধরন বদল করলে লাভবান হবেন। মানসিক চিন্তা দূর হবে।





Read More