PHOTOS

Mahua Moitra Marriage: মাত্র দেড় লাখের বেনারসি পরে বিয়ে সেরেছেন বার্লিনে! মহুয়ার শাড়ি নিয়ে নেটপাড়ায় কাড়াকাড়ি...

Mahua Moitra Wedding Attire: বার্লিনে চুপিসারে বিয়ে সারলেও ছবি প্রকাশ্যে আসার পর থেকে তা নিয়ে চলছে জোর আলোচনা। চর্চায় কেবল তাঁর বিয়ে নয়, আলোচনায় মহুয়ার বিয়ের শাড়িও...

Advertisement
1/8
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!

বিয়ের ছবি প্রকাশ্যে আসার আগে কাকপক্ষীতেও টের পায়নি। পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রকে বিয়ে করেছেন মহুয়া মৈত্র।বার্লিনের প্রাসাদে বিয়ে করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। 

2/8
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!

মহুয়া স্টাইলিশ। তাঁর স্নানগ্লাস থেকে হেয়ারকাট, শাড়ি থেকে হ্যান্ডব্যাগ সবতেই নজর থাকে ফ্যাশান সচেতন মানুষের। বিয়েতের তার অন্যথা হল না। নিজের জীবনের বিশেষ দিনের জন্য ‘র ম্যাঙ্গো’ ব্র্যান্ডের উপরেই ভরসা রেখেছিলেন তৃণমূলের সাংসদ। 

3/8
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!

যার মালিক সঞ্জয় গর্গ। রাজস্থানে জন্ম ও বেড়ে ওঠা তাঁর। মূলত বেনারসি, মাশরু এবং ইক্কতের উপর কাজ করে ‘র ম্যাঙ্গো’। মহুয়ার বিয়ের শাড়িটির দাম ১ লক্ষ ৩৯ হাজার ৮০০ টাকা। 

4/8
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!

মহুয়ার শাড়ি সূক্ষ্ম কাজের বেনারসিগুলির মধ্যে একটি। শাড়িটির নাম ‘পরিগুল ব্রোকেড বেনারসি।’ এতে রয়েছে কড়ওয়া পদ্ধতিতে হাতে বোনা নকশা। জংলা কাজের শাড়ির প্রতিটি বুটি আলাদা আলাদা করে হাতে তৈরি করেন শিল্পীরা। 

5/8
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!

মানানসই হালকা গোলাপি রঙের সিল্ক সাটিনের গুলশেরা ব্লাউজ পরেছিলেন মহুয়া। গোটা শাড়িটি তৈরি করতে মোট ৪৫ দিন সময় লেগেছে। 

6/8
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!

আসর জরি দিয়ে মীনাকারির কাজের শাড়ির সঙ্গে মহুয়ার লুকে তাক লাগিয়েছে তাঁর সোনার ঐতিহ্যবাহী গয়নাও। টিকলি, ঝুমকো, চোকার এবং নেকলেস। সবটাই ছিল বাঙালি জরোয়া ধাঁচে। 

7/8
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!

মানানসই পোশাক পরেছিলেন পিনাকী মিশ্রও। চোস্ত পাজামা ও পাঞ্জাবির সঙ্গে তাঁর পরনেও ছিল সিল্কের নেহেরু জ্যাকেট। 

8/8
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!
চর্চায় মহুয়ার বিয়ের বেনারসি!

তবে মহুয়ার এই ফ্যাশন চর্চা নতুন নয়। বারবারই কখনও সানগ্লাস তো কখনও ফরাসি ব্র্যান্ডের ব্যাগের দাম নিয়ে আলোচনা কম হয়নি। 





Read More