এই ২০২৫ সালেও মানুষ স্মরণ করছে বুলগেরিয়া মিস্টিক বাবা ভাঙ্গাকে। কারণ তিনি এমনসব ভবিষ্যদ্বাণী করছিলেন যা আজও মানুষের মাথা ঘুরিয়ে দেয়। বিশ্ব বাণিজ্য কেন্দ্র হামলা, করোনা, মহামারী, হিটলারের পতন, থেকে শুরু করে ইউরোপের যুদ্ধের কথা বলে গিয়েছেন অনেক আগেই। তাঁর বহু ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছেন অক্ষর অক্ষরে।
বাবা ভাঙ্গা বেশকিছু রাশি সম্পর্কে ২০২৫ সালের জন্য বেশকিছু আভাস দিয়ে গিয়েছেন। তাঁর করা ভবিষ্যদ্বাণীর মধ্যে মেষ, বৃষ ও মিথুনের কথাই ধরা যাক। বলা হচ্ছে ২০২৫ সালে এদের জীবনে বড়সড় বদল আসবে তা সে তাদের পেশাগত দিকেই হোক বা ব্যক্তিগত জীবনে।
এই বছর মেষ রাশির জাতকদের জীবনে বড়সড় বদল হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু প্রাপ্তি রয়েছে। এদের আশা আকাঙ্খা বা স্বপ্ন পূরণ হওয়ার বছর এটি। এইসব রাশির জাতকরা সাধারণত তাদের স্বপ্নের পেছনে ছোটেন। এই বছর এরা সফল হবেন। ফলে এই রাশির জাতকরা তাদের লক্ষ্যের পেছনে একশো শতাংশ প্রচেষ্টা দিলে সফল হবেন।
জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে ধরে নিতে পারেন এই রাশির জাতকরা। এমনটাই মত বাবা ভাঙ্গার। কারণ সুখ ও সমৃদ্ধি এদের পেছনে ছুটবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন এঁরা। গত ২ বছর যে চেষ্টা করছেন তার ফলে এই বছর পেতে পারেন বৃষরা। আর্থিক সাফল্য পাওয়ার ক্ষেত্রের সূচনা হয়ে যেতে পারে এই বছর। ফলে বিনিয়োগ করার জন্য এই বছরটা খুবই ভালো। এবছর একেবারে পজিটিভ এনার্জি নিয়ে চলতে হবে বৃষদের।
জীবনে অনেক বদল আসবে। বহু সুযোগ আসবে একেবারে হাতের নাগালে। বহু বাধা পেরিয়ে এরা সফল হবেন। জীবনে সুস্থিতি আসবে। নিজের মন যা বলে তার পেছনে ছুটলে ভালো ফল পাবেন মিথুনরা। এই বছর সামাজিক যোগযোগ বাড়াতে হবে। এতে হাতেনাতে ফল পাওয়া যাবে। পেশাগত ও ব্যক্তিগত দিক থেকে এই বছরটা মিথুন রাশির জন্য উল্লেখযোগ্য বছর। ফলে পরিশ্রম করতে হবে।