PHOTOS

New UPI Rules from August 1: ১ অগাস্ট থেকে UPI-এ বড়সড় বদল! GPay, PhonePe, Paytm-এ এবার নির্দিষ্ট 'লিমিট'...

Major changes in UPI rules from August 1: ১ অগাস্ট থেকে UPI লেনদেনের ক্ষেত্রে কী কী নয়া নিয়ম চালু হচ্ছে, জানুন- 

Advertisement
1/8
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: GPay, PhonePe, Paytm এবং Bhim- সমস্তরকম UPI  ব্যবহারকারীদের জন্য বড় খবর।

2/8
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...

NPCI আবারও UPI-এর নিয়ম পরিবর্তন করছে। যে কারণে ১ অগাস্ট থেকে UPI-এর নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

 

3/8
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...

NPCI-এর বক্তব্য অনুসারে, নতুন এই নিয়মগুলি UPI  প্ল্যাটফর্মকে আগের তুলনায় আরও নির্ভরযোগ্য করে তুলবে। ১ অগাস্ট থেকে কী কী নয়া নিয়ম চালু হচ্ছে, জানুন- 

4/8
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...

১ অগাস্ট থেকে সকল UPI ব্যবহারকারী দিনে মাত্র ৫০ বার তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পাবেন। 

5/8
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...

একইরকমভাবে ১ অগাস্ট থেকে দিনে সর্বোচ্চ ২৫ বার ফোন নম্বরের সঙ্গে লিংক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি দেখতে পারবেন। 

6/8
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...

এর ফলে ব্যাঙ্কিং নেটওয়ার্কের উপর চাপ কমবে। ফলে আপনার যদি বার বার ব্যালেন্স চেক করার অভ্যাস থাকে, তবে এবার তাতে সতর্ক হয়ে লাগাম টানতে হবে।

7/8
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...

এর পাশাপাশি, কোনও একটি নির্দিষ্ট লেনদেনের স্ট্যাটাস কোনও UPI ব্যবহারকারী মাত্র ৩ বার পরীক্ষা করতে পারবেন। তবে প্রতি ক্ষেত্রে কমপক্ষে ৯০ সেকেন্ডের ব্যবধান থাকতে হবে।

8/8
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...
১ অগাস্ট থেকে UPI নিয়মে বড় পরিবর্তন...
সেইসঙ্গে UPI-এর বিভিন্ন প্ল্যাটফর্মে EMI, বিল সংক্রান্ত নির্দিষ্ট পেমেন্টের ক্ষেত্রেও অটো-পে লেনদেনে থাকছে নির্দিষ্ট সময়সীমা।




Read More