Birbhum politics: নির্দেশিকা আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার রাজনৈতিক মহলের অন্দরে।
প্রসেনজিৎ মালাকার: বীরভূমের রাজনীতিতে বড়সড় 'সমীকরণ' বদলের ইঙ্গিত! এবার জেলা পরিষদের কো-মেন্টর পদে অনুব্রত ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদা।
আর সেই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। এবার কি তাহলে জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের গতিবিধির উপর নজর রাখতে এই উদ্যোগ?
এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার রাজনৈতিক মহলের অন্দরে। গতকাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে এই নির্দেশিকা আসে।
সেই নির্দেশিকা আসার পরেই শুরু হয়েছে চাপা গুঞ্জন। মনে করা হচ্ছে,কাজল শেখের উপর নজরদারি রাখতেই ঘুরপথে অনুব্রত-র এই সিদ্ধান্ত।
আর তাতে শিলমোহর দিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত অনুব্রতহীন বীরভূমের জেলা সভাধিপতি হন কাজল শেখ। কিন্তু অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরতেই শুরু হয়েছে ক্ষমতার লড়াইয়ের চাপানউতোর।