PHOTOS

Malaika Arora: 'এই বয়সে আর মানাচ্ছে না...' ৫০-এর খোলামেলা মালাইকাকে কটাক্ষ...

Malaika Arora: মালাইকা সেদিন ছেলে আরহানের সঙ্গে মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। অনেকেই তাঁর পোশাককে পছন্দ করেননি। একজন লেখেন, 'ছেলের সঙ্গে বেরিয়ে কী ধরণের পোশাক পরেছে

Advertisement
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরাবরই সাহসী পোশাক পরার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে থাকেন বলি অভিনেত্রী মালাইকা। ফিটনেস, স্টাইলের জন্য প্রশংসা পেয়ে থাকেন অভিনেত্রী। সম্প্রতি মালাইকা তাঁর ক্যাজুয়াল আউটফিট পরে বেরিয়েছিলেন ছেলের সঙ্গে।

2/6

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তাঁকে পরামর্শ দিয়েছে যে, এই পোশাক তার বয়সের জন্য উপযুক্ত নয়। এমনকী কেউ কেউ  তাঁর সঙ্গে অর্জুন কাপুরের ব্রেকআপ প্রসঙ্গকেও  টেনে নিয়ে এসে কটাক্ষ করেছে।

 

3/6

অভিনেত্রীকে সাদা, ব্লু ডেনিম জ্যাকেটের সঙ্গে সাদা ব্রালেট এবং ম্যাচিং করা প্যান্ট। মালাইকা সেদিন ছেলে আরহানের সঙ্গে মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। অনেকেই তাঁর পোশাককে পছন্দ করেননি। 

 

4/6

একজন লেখেন, 'ছেলের সঙ্গে বেরিয়ে কী ধরণের পোশাক পরেছে', অন্য একজন লেখেন, 'তিনি জানেন না বাচ্চাদের সঙ্গে বেরলো কীধরণের জামাকাপড় পরতে হয়। ধিক্কার!'

5/6

অন্যদিকে, মালাইকা সবসময় বডি পজিটিভিটি নিয়ে কথা বলে থাকেন। সমাজের তোয়াক্কা না করে নিজের মত করে জামাকাপড় পরার কথা বলে থাকেন। সবসময় তিনি তাঁর ফ্যানেদের  আত্মবিশ্বাস এবং আত্ম-প্রকাশের দিকে মনোনিবেশ করতে উত্‍সাহিত করে থাকেন। 

 

6/6

উল্লেখ্য, আরবাজের সঙ্গে বিবাহিত থাকাকালীনই মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। কিন্তু সেই সময় সেই সম্পর্কের কথা অস্বীকার করেন তাঁরা।  ২০১৭ সাল থেকেই অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা অরোরা। এরপর আরাবাজের সঙ্গে বিচ্ছেদের পরে সোশ্যাল মিডিয়ায় অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা মেনে নেন। চলতি বছরই তাদের সম্পর্কে ফাটল ধরে। শোনা যায়, তাদের ব্রেকআপের কথা। সেই জল্পনাতেই সিলমোহর দিল খোদ অর্জুন কাপুর।





Read More