Bollywood Diva: ভাইবোনের মধ্যে সম্পর্ককে সম্মান জানাতে প্রতি বছর ১০ এপ্রিল জাতীয় ভাইবোন দিবস পালন করা হয়। এই উপলক্ষে, বলিউডের বেশ কিছু সেলিব্রিটি তাদের ভাই ও বোনদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ‘সিবলিং ডে’ -এর শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদেরই মধ্যে রয়েছেন আরোরা সিস্টারস (Arora Sisters)। চলুন দেখে নেওয়া যাক বলিউডের এই দুই বোনের কাটানো কিছু আবেগঘন মুহূর্তের জলছবি...
একজন বিখ্যাত মডেল। পাশাপাশি একজন প্রশংসিত অভিনেত্রীও বটে। ছোট বোনের সঙ্গে দুষ্টু-মিষ্টি মূহূর্ত শেয়ার করলেন মালাইকা ৷
একে অপরকে জড়িয়ে ধরেয়েছেন দুই বোন। অতি সাধারণ পোষাকেও এক অসাধারণ দৃশ্য উঠে এল দর্শক মহলে।
হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে দুজনেই। ৮০ এর দশকের জনপ্রিয় কোঁকড়া চুলের স্টাইলে একেবারেই অচেনা লাগছে মালাইকা এবং অমৃতাকে।
সিবলিং ডে -তে বোনকে শুভেচ্ছা জানান বড় দিদি। ক্যাপশনে লিখেছিলেন, 'জীবনের যে কোনও পরিস্থিতিতে আমার পাশে বোনকে পেয়েছি।'
সিবলিং ডে- এর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মালাইকার পোস্ট করা ছবি ফের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অমৃতা।
মালাইকা আরোরা এবং অমৃতা আরোরার ছোটো বেলার ছবি দেখে তাজ্জব ফ্যানরাও।
পুরনো ছবিতে এলোমেলো চুলের দুটো বাচ্চাকে দেখে কে বলতে পারত, এঁরাই আগামিদিনে গ্ল্যামারাস ডিভা হবেন।