Malbazar: নতুন বছরকে বরণ করতে শোভাযাত্রা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব। ওদলাবাড়ি সৃষ্টি সাংস্কৃতিক সংস্থার এমন আয়োজনে মুগ্ধ মালবাজারবাসীরা।
অরূপ বসাক: নববর্ষের সকালে এক সুন্দর শোভাযাত্রার আয়োজন করল মাল ব্লকের ওদলাবাড়ি সৃষ্টি সাংস্কৃতিক সংস্থা। নতুন বছরকে বরণ করতে শোভাযাত্রা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব।
বাংলার নতুন বছরকে ঘিরে ওদলাবাড়ি সৃষ্টি সাংস্কৃতিক সংস্থার এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
শোভাযাত্রা, রাখিবন্ধন উৎসব, পথ আলপনা—এসব শুধু সংস্কৃতির প্রকাশই নয়, বরং একতা, সম্প্রীতি আর মানবিকতারও বার্তা বহন করে।
পুলিস ও সাধারণ মানুষ একসঙ্গে রাখি পরানো, মিষ্টিমুখ করিয়ে দৃষ্টান্ত স্থাপন করল এই সংস্থা।ছোট থেকে বড় সকল সংস্কৃতি প্রেমী মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
শোভাযাত্রার শেষে ওদলাবাড়ি ট্রাফিক মোড়ে রাখিবন্ধন উৎসব পালন করেন নতুন বছরের প্রথম দিনে। দায়িত্বে থাকা পুলিশ এবং পথ চলতি সব ধর্মের, সব বর্ণের মানুষের হাতে রাখি পরিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন সংসস্থার কর্মীরা।
সংস্থার পক্ষের পাশাপাশি ট্রাফিক ওসির পক্ষ থেকেও সকল মানুষকে নতুন বছরে মিষ্টি মুখ করানো হয়।
পাশাপাশি গতকাল থেকে ওদলাবাড়ি ট্রাফিক মোড়ে পথ আলপনাও আঁকা হয়। সেই আল্পনা অনেক রাত পর্যন্ত আঁকা হয়। আজ সংস্থার পক্ষ থেকে নতুন বছরকে স্বাগত জানাতে সন্ধ্যাকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।