PHOTOS

Malbazar: ভয়ংকর! বাঘ নয়, বাছুরের দিকে এবার ধেয়ে গেল হাতি! চোখের নিমেষে সব শেষ...

Malbazar: আবারও জাতীয় সড়কে হাতি। চাপড়ামারি জঙ্গলে ১৭ নাম্বার জাতীয় সড়ক পারাপার হচ্ছে একটি বুনো হাতি। অন্যদিকে, মাল ব্লকের ডামডিম চা বাগানে গভীর রাতে ঘটলো হাতির তাণ্ডব।

Advertisement
1/6
সড়কে হাতি
সড়কে হাতি

অরূপ বসাক: আবারও জাতীয় সড়কে হাতি। নাগরাকাটামুখী চাপড়ামারি জঙ্গলে ১৭ নাম্বার জাতীয় সড়ক পারাপার হচ্ছে  একটি হাতি। তবে হাতিটি কোনও ক্ষতি করেনি। রাস্তা পেরিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যায় হাতিটি। 

2/6
হাতির তাণ্ডব
হাতির তাণ্ডব

অন্যদিকে, মাল ব্লকের ডামডিম চা বাগানে গভীর রাতে ঘটলো হাতির তাণ্ডব। হাতির আক্রমণে মারা গেল এক বাছুর, ক্ষতি হলো শ্রমিক মহাল্লার আবাসন ও ফসলের। 

3/6
ডামডিম চা বাগান
ডামডিম চা বাগান

জানাগেছে, গভীর রাতে ডামডিম চা বাগানের বিডি লাইন শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে এক মাখনা বুনো হাতি। 

4/6
গজরাজ
গজরাজ

গজরাজ তার নিজের ভঙ্গিমায় গাছের কাঁঠাল পেড়ে খায়। ক্ষতি করে শ্রমিক আবাসনের। এদিক ওদিক সবজি বাগান নষ্ট করে। 

5/6
বাছুর
বাছুর

এই সময় একটি বাছুর তার সামনে পড়ে গেলে তাকে মেরে ফেলে। 

6/6
মালবাজার
মালবাজার

খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির দিকে তাড়িয়ে আপালচাঁদ বনভূমির দিকে পাঠিয়ে দেয়। 





Read More