Pahalgam Terror Attack: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত বাংলার তিন পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা রাজ্য সরকারের। বিতান অধিকারীর বাবার জন্য ১০ হাজার টাকার পেনশন দেওয়া হবে, জানান মুখ্যমন্ত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীর ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান বাংলার তিন ব্যক্তি বিতান অধিকারী, সমীর গুহ ও মণীশ রঞ্জন মিশ্র। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত বাংলার তিন পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা রাজ্য সরকারের।
পাশাপাশি উধমপুরের সেনা-জঙ্গি গুলিযুদ্ধে নিহত শহীদ ঝন্টু শেখের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চার পরিবারকেই ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর মধ্যে নিহতের স্ত্রী পাবেন ৫ লক্ষ টাকা ও তাদের মা-বাবা ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ।
মুখ্যমন্ত্রী জানান, বিতান অধিকারীর বাবা-মায়ের সঙ্গে কথা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডে তাঁর মা-বাবার চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এছাড়াও বিতান অধিকারীর বাবার জন্য ১০ হাজার টাকার পেনশন দেওয়া হবে, জানান মুখ্যমন্ত্রী।
শুক্রবারই বিতানের মা বাবার ওষুধের খরচা দেওয়ার সিদ্ধান্ত জানান বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের। এবার থেকে প্রতিমাসে ওষুধের খরচা বাবদ ১২০০০ টাকা তিনি দেবেন বলে জানিয়েছেন।
ঝন্টু শেখের স্ত্রীকে বিশেষ কেস হিসাবে চাকরি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।