PHOTOS

Mamata Banerjee: শিশু কোলে রেড রোডের মঞ্চে মমতা, সবাইকে একজোট হয়ে থাকার বার্তা!

Advertisement
1/7
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঈদের দিনে রেড রোড থেকে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ফের এজেন্সিকে নিশানা মমতার। এদিন রেড রোডে নমাজ পাঠে একইসঙ্গে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 

2/7
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও

মুখ্যমন্ত্রী এদিন তোপ দাগেন, "বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে। বলছে কী চাই? ভোটের সময় বেছে বেছে নেতাদের ফোন করা হচ্ছে। ডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে বিজেপি। সবাইকে ইডি-সিবিআই দিয়ে গ্রেফতার করছে। তার থেকে ভালো আলাদা একটা জেল তৈরি করুন। ওখানে সবাইকে ঢুকিয়ে দিন।" 

3/7
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও

মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন আরও বলেন, "আমরা ঘৃণা করতে জানি না। আমরা এনআরসি নয়। আমরা সিএএ নয়। আপনারা একজোট হয়ে থাকবেন, কেউ কিছু করতে পারবেন না।" 

4/7
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও

আরও বলেন, "আমি মৃত্যুকে ভয় পাই না।" এদিন রেড রোডের মঞ্চে এক শিশুকে কোলে তুলে নিতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

5/7
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও

রেড রোডে নামাজ পাঠে উপস্থিত থাকার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সোজা হাজির হন পার্ক সার্কাস লাল মসজিদে। সেখান থেকে প্রায় ১ কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছন সাদা মসজিদে। 

6/7
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও

যাওয়ার পথে দু পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা ও অভিষেক। চৈত্রের চড়া রোদ উপেক্ষা করেই সৌজন্য বিনিময় এবং জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। 

7/7
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও
ইদে রেড রোডে মমতা-অভিষেক, গেলেন লাল-সাদা মসজিদেও

পাশে থাকার বার্তা দেন। দুই মসজিদ থেকেই মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়। অভিষেকের হাতে তুলে দেওয়া হয় বিশেষ কাশ্মীরি টুপি। 

 





Read More