Rathyatra 2025: কয়েকদিন ধরেই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে সাজো সাজো রব। শুক্রবার জগন্নাথের রথযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী। পুজোআচ্চার কিছুক্ষণের মধ্যেই জানা যায়, শুক্রবার রাতেই কলকাতায় ফিরে আসছেন মমতা। কিন্তু কেন এত তাড়াতাড়ি কলকাতায় ফিরছেন তিনি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: শুক্রবার রথের রাতেই কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার দীঘায় পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে সময়ের আগেই বুধবার তিনি পৌঁছে যান দীঘায়।
শুক্রবার রথাযাত্রায় আরতি থেকে শুরু সোনা ঝাড়ু হাতেও দেখা যায় মমতাকে।
শোনা যাচ্ছিল, শনিবার ফিরবেন তিনি, তবে এরই মাঝে শুক্রবার রথের রাতেই কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত কয়েকদিন ধরেই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে সাজো সাজো রব। শুক্রবার জগন্নাথের রথযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী।
পুজোআচ্চার কিছুক্ষণের মধ্যেই জানা যায়, শুক্রবার রাতেই কলকাতায় ফিরে আসছেন মমতা।
শোনা যায় যে মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা ছিল শনিবার। কিন্তু কী কারণে তিনি তড়িঘড়ি কলকাতায় ফিরছেন, তা এখনও স্পষ্ট নয়।
রথযাত্রার অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দীঘা ছেড়ে রওনা হন তিনি।
কসবার ল কলেজে ধর্ষণের অভিযোগ ওঠার পর অস্বস্তিতে পড়েছে, গ্রেফতার হয়েছে তিন অভিযুক্ত যারা টিএমসিপির নেতা।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানানো হয়েছে। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।